Lok Sabha Election 2024: ভোটের ৩ দিন আগে নন্দীগ্রামে মহিলা BJP সমর্থক 'খুন'
Nandigram BJP Supporter Killed: ভোটের ৩ দিন আগে নন্দীগ্রামে মহিলা বিজেপি সমর্থক খুন, বিজেপি সমর্থকের ছেলে-সহ ৭ জন ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত..
নন্দীগ্রাম: ২৫ মে তমলুক লোকসভা কেন্দ্রে ভোট (Lok Sabha Election 2026)। তার ঠিক ৩ দিন আগে নন্দীগ্রামে মহিলা বিজেপি সমর্থক খুন (Nandigram BJP Supporter Murder Case)। মৃতের নাম রথীবালা আড়ি।
রাতে বুথ পাহারা দিচ্ছিলেন, আচমকা হামলা
বিজেপি সমর্থকের ছেলে-সহ ৭ জন ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। মৃতের ছেলেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিজেপির দাবি, গতকাল রাতে সোনাচূড়ার মনসাবাজার এলাকায় তাদের কর্মী, সমর্থকরা বুথ পাহারা দিচ্ছিলেন। অভিযোগ, সেইসময় ধারাল অস্ত্র নিয়ে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
নন্দীগ্রামে দলীয় সমর্থক 'খুন'-র প্রতিবাদে বন্ধের ডাক BJP-র
বিজেপির দাবি, বুথ পাহারার সময় গভীর রাতে তাঁদের কর্মী-সমর্থকদের উপর হামলা হয়। বিজেপির আরও অভিযোগ তাঁদের ওপর চড়াও হয় তৃণমূলের বাইক বাহিনী। কুপিয়ে, মাথায় রডের বাড়ি মেরে মহিলা বিজেপি সমর্থককে খুন করা হয় বলে অভিযোগ। নন্দীগ্রাম থানার আইসি-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি নেতৃত্ব। এই ঘটনায় এবার প্রতিবাদে নন্দীগ্রাম জুড়ে বন্ধের ডাক দিল বিজেপি।
আরও পড়ুন, ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ মমতার
শেষ অবধি পাওয়া খবরে, বিজেপি নেতার মাকে খুনের ঘটনায় নন্দীগ্রাম বন্ধের ডাক ৩ ঘণ্টা পর প্রত্যাহার করল বিজেপি। এদিন সকাল ৭টা থেকে নন্দীগ্রাম থানার সামনে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু করেন বিজেপি নেতা, কর্মীরা। বন্ধ ছিল বাজার, দোকানপাট।নন্দীগ্রামের রেয়াপাড়ায় রাস্তায় বেঞ্চ রেখে, কোথাও গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করেন বিজেপি কর্মী, সমর্থকরা। শেষপর্যন্ত পুলিশের আশ্বাসে ৩ ঘণ্টা পর, সকাল ১০টা নাগাদ বন্ধ-অবরোধ প্রত্যাহার করে বিজেপি। ভোটের আগে নন্দীগ্রামে বিজেপি নেতার মাকে খুনের ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপির অভিযোগ, গতকাল নন্দীগ্রামের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনামূলক বক্তব্যের পরেই তাদের কর্মী, সমর্থকদের ওপর হামলা চালানো হয়। বিজেপির আদি-নব্যের লড়াইয়ের জের, পাল্টা দাবি তৃণমূল নেতা শেখ সুফিয়ানের।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।