Lok Sabha Election Result 2024: আমার হারের জন্য দলের একাংশ দায়ী : ভোটে হার নিয়ে বিস্ফোরক বিষ্ণুপুরের TMC প্রার্থী সুজাতা
TMC Candidate Sujata On Her Defeats: ভোটে হার নিয়ে বিস্ফোরক বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী, কী বলছেন সুজাতা মণ্ডল ?
বাঁকুড়া: লোকসভা ভোটে (Lok Sabha Election Result 2024) রাজ্যের মধ্যে অন্যতম কেন্দ্র ছিল বিষ্ণুপুর ( Bishnupur Constituency)। সবার নজরই ছিল এই কেন্দ্রের দিকে। তাঁর অন্যতম কারণ বিজেপি ও তৃণমূলের প্রার্থী নির্বাচন। এই কেন্দ্রে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়ে জয়ী হয়েছেন সৌমিত্র খাঁ। ধরাশায়ী হয়েছেন সুজাতা। ইতিমধ্যেই রাজ্যে শাসক-বিরোধী দুদিকেই নিজেদের মধ্যে হার-জিত নিয়ে কাঁটা ছেড়ে চলছে। পরাজিত প্রার্থীরা অনেকেই গর্জে উঠছেন। আর এবার ভোটে হার নিয়ে বিস্ফোরক বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল (Bishnupur TMC Candidate Sujata Mondal)। তিনি বলেছেন, 'আমার হারের জন্য দলের একাংশ দায়ী।
সুজাতা বলেন,'আমার হারের পিছনে একাধিক বিধায়ক রয়েছেন। বিজেপি প্রার্থী স্বীকার করেছেন, তাঁর সঙ্গে তৃণমূল নেতাদের যোগাযোগ ছিল। নিজেদের স্বার্থসিদ্ধি জন্য আমাকে হারানো হয়েছে। মমতা-অভিষেক সব জানেন ', দাবি সুজাতার। বিষ্ণুপুর পরাজিত বিজেপি প্রার্থী সুজাতা মণ্ডল বলেন,'বিজেপির প্রার্থী বলেই দিয়েছেন তৃণমূলের জেলার নেতারা ওঁদের সঙ্গে নিরান্তর যোগাযোগ রেখে চলেছেন এবং সেই জেলার নেতারাই ওঁর কাছে পয়সা খেয়ে ওঁকে জিততে সাহায্য় করেছেন এবং দলীয় প্রার্থীকে হারিয়েছেন।' লোকসভা ভোটে হেরে ইতিমধ্য়েই বেসুরো বাজছেন দিলীপ ঘোষ। হারের কারণ হিসেবে দলের একাংশের দিকেই আঙুল তুলছেন তিনি।
এবার ঠিক সেরকরমই সুর শোনা গেল বিষ্ণুপুরের পরাজিত তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের গলায়। ভোটে হেরে দলের একাংশকেই নিশানা করলেন সুজাতা। সুজাতা মণ্ডল বলেন,বিজেপির প্রার্থী বলেই দিয়েছেন তৃণমূলের জেলার নেতারা ওঁদের সঙ্গে নিরান্তর যোগাযোগ রেখে চলেছেন এবং সেই জেলার নেতারাই ওঁর কাছে পয়সা খেয়ে ওঁকে জিততে সাহায্য় করেছেন এবং দলীয় প্রার্থীকে হারিয়েছেন। সব জানি সব জানি দলও জানে। সেখানে বেশিরভাগ পদাধিকাররা রয়েছেন কয়েকজন ছাড়া।
আরও পড়ুন, BJP-র দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত দুর্গাপুর
একদিকে যেদিন সুজাতা মণ্ডলের গলায় দলের বিরুদ্ধে শোনা গেল ক্ষোভের সুর, ঠিক সেইদিনই সুজাতার হারের প্রসঙ্গ শোনা যায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মুখে। নব নির্বাচিত সাংসদের নিয়ে প্রথম বৈঠকে বাঁকুড়ার বিজয়ী প্রার্থী অরুপ চক্রবর্তীকে তিনি বলেন তিনি সুজাতাকে সাহায্য করা উচিত ছিল তাঁর। রাজ্য়ে সামগ্রিকভাবে তৃণমূল ভাল ফল করলেও, বনগাঁ, বিষণুপুর, আলিপুরদুয়ারের মতো কেন্দ্রে এবারেও জিততে পারনি তৃণমূল। ভোটের ফলের পর নিজেদের আত্মবিশ্লেষণ করা উচিত, শনিবার এমনই বিতর্কিত মন্তব্য় করেন আলিপুরদুয়ারের প্রাক্তন তৃণমূল বিধায়ক।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।