Ditipriya Roy: দীর্ঘ বিরতির পরে এবার প্রেমের গল্প নিয়ে ধারাবাহিকে ফিরছেন দিতিপ্রিয়া
Ditipriya Roy Bengali Serial: দিতিপ্রিয়া জি বাংলার ধারাবাহিকের হাত ধরে ফের পা রাখছেন ছোটপর্দায়
কলকাতা: তাঁর উত্থানের ইতিহাস জানে ছোটপর্দা। আর বেশ কয়েক বছর পরে, আবার সেই ছোটপর্দাতেই ফিরছেন 'রানিমা'। নতুন ধারাবাহিকে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে (Ditipriya Roy)-কে। এর আগে অনেকটা ছোটবেলা থেকেই বড়পর্দা ও ছোটপর্দা মিলিয়ে একাধিক অভিনয় করেছেন দিতিপ্রিয়া। তবে তাঁকে খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছিল ধারাবাহিক রানি রাসমণি। সেই ধারাবাহিকে দিতিপ্রিয়া যখন অভিনয় শুরু করে, তখন কথা হয়েছিল, কেবলমাত্র রানি রাসমণির ছোটবেলাটাই ফুটিয়ে তুলবেন অভিনেত্রী। কয়েক মাস পরে রানি রাসমণি বড় হয়ে গেলেই অভিনয় শেষ হয়ে যাবে দিতিপ্রিয়ার। সেই সময়ে তাঁর পরীক্ষা ছিল, কয়েক মাসের শর্তেই ধারাবাহিকে অভিনয় করতে রাজি হয়েছিলেন দিতিপ্রিয়া। তবে ধারাবাহিক চালু হতেই বদলে যায় সবটা।
দিতিপ্রিয়ার জনপ্রিয়তার কারণেই নির্মাতারা তাঁকে পরিবর্তন করার কথা ভাবতেই পারেননি। বরং মেক আপের সাহায্য নিয়ে রানি রাসমণির প্রত্যেকটা বয়সকেই নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন অভিনেত্রী। সঙ্গে তাঁর অভিনয় দক্ষতা তো রয়েছেই। রানি রাসমণির ভূমিকায় হাজার হাজার মানুষের মন কেড়েছিলেন দিতিপ্রিয়া। আর তারপরেই অভিনেত্রী একটা দীর্ঘ বিরতি নিয়েছিলেন ছোটপর্দা থেকে। এরপরে একের পর এক ছবিতে অভিনয় করেছেন দিতিপ্রিয়া। দর্শকদের মন জয় করেছেন। তবে তাঁর 'রানিমা' ইমেজকে ভুলতে পারেননি কেউই। তবে এবার তাঁকে দেখার পালা নতুন গল্পে, নতুন চরিত্রে।
দিতিপ্রিয়া জি বাংলার ধারাবাহিকের হাত ধরে ফের পা রাখছেন ছোটপর্দায়। তাঁর ধারাবাহিকের নাম, 'তোমাকে ভালবেসে'। নাম শুনেই বোঝা যায়, এ এক প্রেমের গল্প। প্রসঙ্গত, এর আগের ধারাবাহিকে কখনোই দিতিপ্রিয়াকে প্রেমের গল্পে দেখা যায়নি। এই প্রথম প্রেমের গল্পে দেখা যেতে চলেছে অভিনেত্রীকে। ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে, দিতিপ্রিয়া সাইকেল চালিয়ে রেস করছেন একটি হেলিকপ্টারের সঙ্গে। তাঁর বিশ্বাস, ভালবাসা থাকলে ভালবাসার টানে আকাশকেও মাটিতে নামিয়ে আনা যায়। এক বহুরূপীর কন্ঠে শোনা যায়, ' আর একদিন দেখলি, ওই কপ্টারে করেই তোর ভালবাসার মানুষটা এল.. তখন তাকে কী করে মাটিতে নামাবি?' আর দিতিপ্রিয়া উত্তর দেন, বলেন তাঁর সেই বিশ্বাসের কথা যে ভালবাসা থাকলে আকাশও মাটিতে নেমে আসে।
এই ধারাবাহিকে দিতিপ্রিয়ার বিপরীতে কাকে দেখা যাবে তা এখনও প্রকাশ্যে আসেনি। নিশ্চিতভাবে দিতিপ্রিয়ার বিপরীতে কাকে দেখা যাবে সেই নিয়ে মানুষের আগ্রহ থাকবেই।
View this post on Instagram
আরও পড়ুন: Year Ender Tollywood: ২০২৪ সালে ভুললেন অতীত, টলিউডে চলতি বছরে নতুন জীবন শুরু করলেন যাঁরা...
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।