Haami 2 Success: ৩ খুদেকে নিয়ে কেক কেটে 'হামি ২'-র সাফল্য উদযাপন শিবপ্রসাদ, গার্গী, নন্দিতার
Shiboproshad Gargee: এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে উদ্দীপনা ছিলই। 'হামি ২' ছবির প্রধান চরিত্রে দেখা মিলেছে তিন একরত্তির। পর্দায় দর্শক যাদের চিনু, ভেঁপু ও রুকসানা নামে চিনবেন
কলকাতা: এই ছবির বিষয়বস্তু থেকে শুরু করে মন ছোঁয়া অভিনয়, সবই তাকে আলাদা করেছে অন্য সব ছবির থেকে। সাফল্যের ২৫ দিন উদযাপনে টিম হামি ২ (Haami 2)। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee), নন্দিতা রায় (Nandita Roy), গার্গী রায়চৌধুরী (Gargee Roychowdhury) কেক কেটে উদযাপন করলেন ছবির সাফল্য।
এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে উদ্দীপনা ছিলই। 'হামি ২' ছবির প্রধান চরিত্রে দেখা মিলেছে তিন একরত্তির। পর্দায় দর্শক যাদের চিনু, ভেঁপু ও রুকসানা নামে চিনবেন। তিন খুদে, ঋতদীপ সেনগুপ্ত, শ্রেয়ান সাহা ও অরিত্রিকা চৌধুরীর অভিনয়ও বেশ ভালবেসেছেন দর্শক। প্রসঙ্গত ২০১৮ সালে মুক্তি পায় 'হামি'। সেখানেও প্রধান চরিত্রে ছিলেন শিবপ্রসাদ ও গার্গী। সঙ্গে খুদে ব্রত বন্দ্যোপাধ্যায়। এবারের ছবিতে যদিও দেখা মিলেছে একঝাঁক খুদে তারকার। বিশেষ চরিত্রে দেখা গিয়েছে অঞ্জন দত্তকে।
দুই ভাইয়ের চরিত্রে দেখা যাবে ঋতদীপ আর শ্রেয়ানকে। ছবিতে তাদের চরিত্র যেমন তুলে ধরা হয়েছে, বাস্তবেও ঠিক তেমনই যেন তারা। একজন পড়াশোনায় ডুবে থাকতে ভালবাসে, আর অন্যজন বেশ দুষ্টু। গোটা ছবির শ্যুটিংয়ে এই দুই খুদেকে সামলাতে হয়েছিল গার্গীকে। অভিনেত্রী আরও জানান, অরিত্রিকাকে রুকসানার চরিত্রের জন্য পছন্দ হয় অনেকটা দেরিতে। অডিশন চলাকালীন যেন কোনও মেয়েকেই পছন্দ হচ্ছিল না পরিচালক নন্দিতার। শেষমেষ খুদে অরিত্রিকাকেই মনে ধরে পরিচালকের।
View this post on Instagram