Gautam Haldar Benimadhab: গৌতম হালদারের 'বেণীমাধব' নিয়ে কটাক্ষের ঝড়, এই সুরে কবিতা পাঠ শুনে কী বলেছিলেন স্রষ্টা জয় গোস্বামী?
Joy Goswami on Gautam Haldar Benimadhab: সদ্য 'সারেগামাপা'-র মঞ্চে 'মেরা কুছ সামান' গানটির সঙ্গে 'বেণীমাধব' কবিতাটির সঙ্গত করেছিলেন গৌতম হালদার।
কলকাতা: তাঁর করা আবৃত্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলিং.. অনেকেই তীব্র বিরোধিতা করেছেন 'বেণীমাধব' কবিতা নিয়ে তাঁর উপস্থাপনাকে। কিন্তু খোদ 'বেণীমাধব'-এর রচয়িতা? জয় গোস্বামী (Joy Goshwami)? তাঁকে যখন 'বেণীমাধব'-এর এই উপস্থাপনা শুনিয়েছিলেন তিনি, কী বলেছিলেন রচয়িতা স্বয়ং? 'সারেগামাপা'-র মঞ্চে সেই ঘটনাও ভাগ করে নিয়েছিলেন স্বয়ং গৌতম হালদার (Gautam Haldar)। কী বলেছিলেন তিনি?
সদ্য 'সারেগামাপা'-র মঞ্চে 'মেরা কুছ সামান' গানটির সঙ্গে 'বেণীমাধব' কবিতাটির সঙ্গত করেছিলেন গৌতম হালদার। সেই ক্লিপিংস প্রকাশ্যে আসতে সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলিংয়ের সম্মুখীন হয়েছিলেন অভিনেতা। অনেকের মতেই, এই পারফরম্যান্স অন্য কেউ করলে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হত। কেবল খ্যাতির জোরেই গৌতম হালদার এই পারফরম্যান্স করেও প্রশংসিত হচ্ছেন। অনেকেই আবার কবিতাটির গৌতম হালদারের নিজস্ব উপস্থাপনাটি ভাল চোখে দেখেননি। অনেকেই মনে করেছেন এই সুর আরোপিত যা কবিতাটির সঙ্গে বেমানান। তবে নিজের এই পারফর্মমেন্স নিয়ে নিজেই কয়েকটা কথা বলেছিলেন গৌতম হালদার। সেগুলি কী কী?
গৌতম হালদার বলেছিলেন, তাঁর সঙ্গে জয় গোস্বামীর ভীষণ ভাল সম্পর্ক। তিনি দীর্ঘদিন থেকে নাটকের সঙ্গে যুক্ত। থিয়েটারের রিহার্সাল করে ফেরার সময় তিনি একদিন জয় গোস্বামীর বাড়ি গিয়েছিলেন। তখন প্রায় রাত ১২টা। তিনি জয় গোস্বামীকে বলেছিলেন তিনি তাঁর একটা কবিতাকে সুর দিয়েছেন। সেটিই তিনি জয় গোস্বামীকে শোনাতে চান। শুনেই উৎসাহিত হয়ে তা শুনতে চান জয় গোস্বামী। তখন সেখানে একটি ভাঙা হারমোনিয়াম ছিল। সেই হারমোনিয়ামে সুর দিয়েই গৌতম হালদার নিজের মতো করে জয় গোস্বামীকে শোনান বেণীমাধব কবিতাটি। শুনে ভীষণ ভাল লাগে জয় গোস্বামীর। স্বভাবচিত ভাবেই তিনি কাঁপতে থাকেন। ভীষণই প্রশংসা করেছিলেন গৌতম হালদারের। সেই থেকেই গৌতম হালদার মনে করেছিলেন, এই কবিতা তাহলে দর্শকের সামনে এই সুর তাল ও ছন্দে বেঁধে তুলে ধরা যায়। সেই শুরু। সেই থেকেই এভাবে বেণীমাধব একাধিক জায়গায় আবৃত্তি করেছেন গৌতম হালদার। প্রশংসাও পেয়েছেন। তবে 'সারেগামাপা'-তে এসে বদলে গেল বিষয়টা সেখানে প্রশংসার বদলে জুটল সমালোচনা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।