Kangana on Emergency: 'শিখ সম্প্রদায়ের মধ্যে অস্থিরতা তৈরি করতে পারে', ফের একাধিক কারণে পিছিয়ে গেল কঙ্গনার 'ইমার্জেন্সি'-র মুক্তি
Kangana Ranaut Emergency: 'ইমার্জেন্সি' মুক্তি পাওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসের ৬ তারিখে। তবে শোনা যাচ্ছে, এই ছবি নির্দিষ্ট দিনে মুক্তি পাবে না
কলকাতা: পিছিয়ে গেল কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) -এর নতুন ছবি 'ইমার্জেন্সি' (Emergency)। মনে করা হচ্ছে, বর্তমান পরিস্থিতি ও বিতর্কের কথা মাথায় রেখেই পিছিয়ে দেওয়া হয়েছে এই ছবির মুক্তি। এই ছবিকে ঘিরে শিখ সম্প্রদায়ের মধ্যে চূড়ান্ত বিতর্ক ও বিক্ষোভের সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, এই ছবির ট্রেলার দেখেই অশান্ত হয়েছিল পঞ্জাব। আর এই ছবিটি এখনও সেন্সর বোর্ডের কাছ থেকে সবুজ সংকেতও পায়নি। মনে করা হচ্ছে, এই ছবিতে আরও একাধিক দৃশ্য বাদ দেওয়ার নিদান দিতে পারে সেন্ট্রাল বোর্ড।
'ইমার্জেন্সি' মুক্তি পাওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসের ৬ তারিখে। তবে শোনা যাচ্ছে, এই ছবি নির্দিষ্ট দিনে মুক্তি পাবে না। সেন্সর বোর্ড মনে করেছে, এই ছবির একাধিক দৃশ্য বিশেষ একটি সম্প্রদায়কে আঘাত করতে পারে। সেই কারণেই একাধিক দৃশ্য বাদ দেওয়ার কথা বলা হয়েছে। এর আগে, শিরোমণি অকালি দল এই ছবিটির বিরুদ্ধেে একটি আইনি নোটিশ জারি করেছিল এই মর্মে যে এই ছবিটি সাম্প্রদায়িক সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।
শিরোমণি অকালি দলের অভিযোগ ছিল, শিখ সম্প্রদায়কে পাখির চোখ করেই ছবিটি তৈরি করেছেন কঙ্গনা। কংগ্রেসের ইতিহাস তুলে ধরার চেয়ে এই ছবি শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত আনবে। সেই কারণেই ছবিটিতে পূর্নবিবেচনা করার কথা ভাবা উচিত। সেই জায়গা থেকেই এই ছবির মুক্তি পিছনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছবি সম্পর্কে এও অভিযোগ যে ছবিটিতে শিখ সম্প্রদায়ের সঙ্গে অবিচার করা হয়েছে এবং সেটাই শিখ সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা তৈরি করতে পারে।
এই আগে কঙ্গনা রানাউত বলেছিলেন, তিনি ছবিটিকে বাঁচানোর জন্য আদালতের দ্বারস্থ হতেও রাজি। তিনি বলেছিলেন যে ইন্দিরা গাঁধীর জীবনকে পর্দায় তুলে ধরতে গিয়ে যদি পাঞ্জাব রায়টই না দেখাতে পারি তাহলে তো ওঁর জীবনটাই অধরা থেকে যাবে।
View this post on Instagram
আরও পড়ুন: Albert Kabo: 'সারেগামাপা'-র মঞ্চে ফিরলেন অ্যালবার্ট কাবো, শান্তনু বললেন, 'চিনতেই পারিনি তোকে'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।