Tollywood News: স্বনির্ভর ছবিতে পায়েল, রাহুল, রুদ্রনীল, থ্রিলারের মোড়কে নতুন গল্প 'দ্য আকাডেমি অফ ফাইন আর্টস'
Entertainment News: ফিল্ম ইন্ডাস্ট্রির কয়েকজন বন্ধুদের নিয়ে, সম্পূর্ণ নিজস্ব পুঁজি দিয়ে ছবিটি তৈরি করেছেন জয়ব্রত। ছবিটি তৈরি করতে সময় লেগেছে ৩ বছর
কলকাতা: আসছে রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), সৌরভ দাস (Sourav Das) ,পায়েল সরকার (Payel Sarkar) , ঋষভ বসু (Rwishav Basu) , রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee) অভিনীত নতুন ছবি, 'দ্য আকাডেমি অফ ফাইন আর্টস' (THE ACADEMY OF FINE ARTS)। একটি অ্যাকশন থ্রিলারের মোড়কে এই ছবি বলবে কয়েকজন ক্রিমিনালের জীবনের গল্প, পরিকল্পনার গল্প, জড়িয়ে পড়ার গল্প। তবে কেবল অ্যাকশন থ্রিলার নয়, এই ছবিতে রয়েছে কমেডির ছোঁয়াও। স্বতন্ত্র ছবি হিসেবে আসছে নতুন বাংলা ছবিটি। রুদ্রনীল, সৌরভ, পায়েল ছাড়াও ছবিতে অভিনয় করছেন, সুদীপ মুখোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, অমিত সাহা ও অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়। ছবিটি পরিচালনা করছেন জয়ব্রত দাস। আজ প্রকাশ্যে এল এই ছবির প্রথম লুক।
এই ছবির গল্প আবর্তিত হয়ে একটি অত্যন্ত দামি অ্যান্টিক মদের বোতল ও কয়েকজন ক্রিমিনালকে নিয়ে। সবাই মিলে পরিকল্পনা করে এই মদের বোতল চুরি করার। সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে নেমেই হতে থাকে একের পর এক ঘটনা, তৈরি হতে থাকে বিভিন্ন অদ্ভুত সব পরিকল্পনা... সেগুলো নিয়েই সিনেমার গল্প এগিয়েছে। কিন্তু কেন একটি থ্রিলারের নাম 'দ্য আকাডেমি অফ ফাইন আর্টস'? পরিচালকের যুক্তি, এই সিনেমার প্রত্যেকে একজন দক্ষ ক্রিমিনাল। প্রত্যেকেই এক একটা বিশেষ কাজে দক্ষ। কেউ প্রফেশনাল হিটম্যান আবার কেউ লক আর্টিস্ট। এই কাজগুলিকেই ছবিতে শিল্প হিসেবে বর্ণনা করা হয়েছে।
ফিল্ম ইন্ডাস্ট্রির কয়েকজন বন্ধুদের নিয়ে, সম্পূর্ণ নিজস্ব পুঁজি দিয়ে ছবিটি তৈরি করেছেন জয়ব্রত। ছবিটি তৈরি করতে সময় লেগেছে ৩ বছর। এমন পরিস্থিতি একাধিকবার এসেছে যখন ফান্ড শেষ হয়ে যাওয়ায় ছবির কাজ বন্ধ রাখতে হয়েছে। ফান্ড জোগাড় করে তারপরে চালু হয়েছে ছবির শ্যুটিং। ৩ বছরের লম্বা এই যাত্রাপথে প্রত্যেক অভিনেতা ভীষণভাবে সাহায্য করেছেন বলেই জানিয়েছেন পরিচালক। অর্ণব লাহা ,বাণীব্রত আদক এবং মানব সাহা ছাড়া এই ছবি তৈরি অসম্ভব ছিল বলেই জানিয়েছেন পরিচালক। সিনেমাটি শেষ করতে সাহায্য করেছেন সৌম্য সরকার এবং প্রমোদ ফিল্মসের কর্ণধার প্রতীক চক্রবর্তী।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।