এক্সপ্লোর
Nimrat Kaur Unknown Facts: অভিষেক বচ্চনের সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন তিনি? নিমরত কৌর সম্পর্কে এই তথ্যগুলি জানেন?
Nimrat Kaur News: হিন্দি ও আমেরিকান টেলিভিশনে অভিনয় করে প্রথম রূপোলি পর্দায় পা রাখেন নিমরত। তিনি থিয়েটারের সঙ্গেও যুক্তি ছিলেন দীর্ঘদিন।
![Nimrat Kaur News: হিন্দি ও আমেরিকান টেলিভিশনে অভিনয় করে প্রথম রূপোলি পর্দায় পা রাখেন নিমরত। তিনি থিয়েটারের সঙ্গেও যুক্তি ছিলেন দীর্ঘদিন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/24/61c6d1b4a78855942eddd3ec639b28d0172978785836149_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জন্ম রাজস্থানে, পড়াশোনা দিল্লিতে.. কে এই নিমরত কৌর
1/10
![তাঁকে ঘিরে এখন জল্পনা তুঙ্গে বলিউডে, তাঁর সঙ্গে নাকি সম্পর্ক রয়েছে অভিষেক বচ্চনের (Abhishek Bacchan)। কিন্তু কে এই নিমরত কৌর (Nimrat Kaur)? কী করেই বা বলিউডে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন তিনি?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/24/4f0cbf2d6d787041e929160086ec82c91678e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তাঁকে ঘিরে এখন জল্পনা তুঙ্গে বলিউডে, তাঁর সঙ্গে নাকি সম্পর্ক রয়েছে অভিষেক বচ্চনের (Abhishek Bacchan)। কিন্তু কে এই নিমরত কৌর (Nimrat Kaur)? কী করেই বা বলিউডে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন তিনি?
2/10
![১৯৮২ সালের ১৩ মার্চ নিমরতের জন্ম রাজস্থানে। বর্তমানে তাঁর বয়স ৪২ বছর। কর্মসূত্রে বর্তমানে মুম্বইয়ের বাসিন্দা নিমরত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/24/c43ae473793d0d4c30d01dc418b3243263304.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
১৯৮২ সালের ১৩ মার্চ নিমরতের জন্ম রাজস্থানে। বর্তমানে তাঁর বয়স ৪২ বছর। কর্মসূত্রে বর্তমানে মুম্বইয়ের বাসিন্দা নিমরত।
3/10
![হিন্দি ও আমেরিকান টেলিভিশনে অভিনয় করে প্রথম রূপোলি পর্দায় পা রাখেন নিমরত। তিনি থিয়েটারের সঙ্গেও যুক্তি ছিলেন দীর্ঘদিন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/24/5605c8384709f2b933ab050b05e33c830b5ef.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
হিন্দি ও আমেরিকান টেলিভিশনে অভিনয় করে প্রথম রূপোলি পর্দায় পা রাখেন নিমরত। তিনি থিয়েটারের সঙ্গেও যুক্তি ছিলেন দীর্ঘদিন।
4/10
![অনুরাগ কশ্যপের প্রয়োজনায় Peddlers ছবিতে অভিনয় করে প্রথম বড়পর্দায় পা রাখেন নিমরত। ছবিটি প্রদর্শিত হয়েছিল কান ফিল্ম ফেস্টিভ্যালে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/24/dc64ee351d950dc16f7b0ffa7c482371a3567.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অনুরাগ কশ্যপের প্রয়োজনায় Peddlers ছবিতে অভিনয় করে প্রথম বড়পর্দায় পা রাখেন নিমরত। ছবিটি প্রদর্শিত হয়েছিল কান ফিল্ম ফেস্টিভ্যালে
5/10
![তবে নিমরতের কেরিয়ার ঘুরিয়ে দেয় The Lunchbox ছবিটি। ইরফান খানের বিপরীতে নিমরতের অভিনয় নজর কেড়েছিল প্রত্যেকের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/24/dd03ab770f501ed242f6d11bb24aaf12d19c5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে নিমরতের কেরিয়ার ঘুরিয়ে দেয় The Lunchbox ছবিটি। ইরফান খানের বিপরীতে নিমরতের অভিনয় নজর কেড়েছিল প্রত্যেকের।
6/10
![একাধিক আমেরিকান সিরিজে কাজ করেছেন নিমরত। অক্ষয় কুমারের বিপরীতেও কাজ করেছেন নিমরত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/24/e9aab0b5b4a18cc008a8a7785be0e8261137d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
একাধিক আমেরিকান সিরিজে কাজ করেছেন নিমরত। অক্ষয় কুমারের বিপরীতেও কাজ করেছেন নিমরত।
7/10
![রাজস্থানের পিলানিতে একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেন নিমরত। তাঁর বাবা ছিলেন ভারতীয় সেনাদলের একজন অফিসার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/24/6d9c7f54e7eb84529adb72c7a14f65c8ba88d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রাজস্থানের পিলানিতে একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেন নিমরত। তাঁর বাবা ছিলেন ভারতীয় সেনাদলের একজন অফিসার।
8/10
![নিমরতের পরিবার পাটিয়ালায় থাকতেন, সেই কারণে সেখানেই পড়াশোনা করেন তিনি। পরে তাঁর পরিবার দিল্লিতে চলে আসে। নিমরতের কলেজ জীবন কাটে দিল্লিতে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/24/c5fb050a72359a242ea776047b83f9fa81662.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নিমরতের পরিবার পাটিয়ালায় থাকতেন, সেই কারণে সেখানেই পড়াশোনা করেন তিনি। পরে তাঁর পরিবার দিল্লিতে চলে আসে। নিমরতের কলেজ জীবন কাটে দিল্লিতে।
9/10
![পরবর্তীতে পড়াশোনার জন্য মুম্বই চলে আসেন নিমরত কৌর। পড়াশোনার পাশাপাশি তিনি একজন প্রিন্ট মডেল হিসেবে কাজ করতে শুরু করেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/24/407a19f32438ebb690dfd31b2013279d2b3ac.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পরবর্তীতে পড়াশোনার জন্য মুম্বই চলে আসেন নিমরত কৌর। পড়াশোনার পাশাপাশি তিনি একজন প্রিন্ট মডেল হিসেবে কাজ করতে শুরু করেন।
10/10
![তবে সিনেমা বা টিভি নয়, থিয়েটারও নয়, নিমরতের যে কাজটি প্রথম মুক্তি পেয়েছিল সেটি ছিল একটি মিউজিক ভিডিও। তার হাত ধরেই অভিনয়ে পা রাখেন নিমরত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/24/f4fccd3ea2695f9c45a44316b8636bccb88fa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে সিনেমা বা টিভি নয়, থিয়েটারও নয়, নিমরতের যে কাজটি প্রথম মুক্তি পেয়েছিল সেটি ছিল একটি মিউজিক ভিডিও। তার হাত ধরেই অভিনয়ে পা রাখেন নিমরত।
Published at : 24 Oct 2024 10:10 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)