এক্সপ্লোর
'আত্মহত্যা'য় ব্যবহৃত কাপড় কি সুশান্তের ওজন ধরে রাখতে সক্ষম? বলবে টেনসাইল স্ট্রেন্থ টেস্ট
পুলিশ সূত্রের খবর, আত্মহত্যার জন্য সবুজ রঙের একটি গাউন ব্যবহার করেছিলেন অভিনেতা। কালিনার ল্যাবরেটরিতে ওই কাপড়ের ফরেন্সিক ও কেমিক্যাল পরীক্ষা হবে।
!['আত্মহত্যা'য় ব্যবহৃত কাপড় কি সুশান্তের ওজন ধরে রাখতে সক্ষম? বলবে টেনসাইল স্ট্রেন্থ টেস্ট Sushant Singh Rajput Death: Mumbai Police Sends Cloth For Hanging To Forensic Lab For Tensile Strength 'আত্মহত্যা'য় ব্যবহৃত কাপড় কি সুশান্তের ওজন ধরে রাখতে সক্ষম? বলবে টেনসাইল স্ট্রেন্থ টেস্ট](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/27192958/SUSHANT-PAINTING.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: জোরকদমে চলছে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্ত। ইতিমধ্যেই অভিনেতার পরিবার ও ঘনিষ্ঠ লোকজনদের জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ।
১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। আত্মহননের জন্য যে কাপড় তিনি ব্যবহার করেছিলেন, তা ফরেন্সিক ল্যাবে পাঠাল পুলিশ। পরীক্ষা করে দেখা হবে, এই কাপড়গুলি ব্যবহার করে আত্মহত্যা সম্ভব কি না অর্থাৎ কাপড়ের টেনসাইল স্ট্রেনথ।
পুলিশ সূত্রের খবর, আত্মহত্যার জন্য সবুজ রঙের একটি গাউন ব্যবহার করেছিলেন অভিনেতা। কালিনার ল্যাবরেটরিতে ওই কাপড়ের ফরেন্সিক ও কেমিক্যাল পরীক্ষা হবে।
টেনসাইল স্ট্রনথ (Tensile Strength) কী?
টেনসাইল স্ট্রেনথ বলতে বোঝায়, কোনও কাপড় বা বস্তু সর্বোচ্চ ওজন টেনে ধরে থাকার ক্ষমতা রাখে। অর্থাৎ, সেই কাপড় না-ছিঁড়ে গিয়ে কতটা ওজন অবধি ধরে রাখতে পারে।
সূত্রের খবর, সুশান্ত সিংহ রাজপুতের ওজন ৮০ কেজির আশেপাশে। ওই কাপড় কি আদৌ তাঁর দেহ ধরে রাখতে সক্ষম? এই পরীক্ষাই বলে দেবে, আত্মহত্যার তত্ত্বে কোনও ফাঁক আছে কি না। ফরেন্সিক পরীক্ষার চূড়ান্ত ফল পেতে আরও ৩ দিন লেগে যেতে পারে।
এছাড়াও মৃত্যুর কারণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য, ফরেন্সিক বিশেষজ্ঞদের অভিনেতার গলার দাগগুলি সম্পর্কে পরীক্ষা করতে হবে।
কুপার হাসপাতালের ময়নাতদন্তের রিপোর্ট বলছে, গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় সুশান্তের। অভিনেতার মোবাইল ফোনেরও ফরেন্সিক পরীক্ষা করতে দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই, সুশান্তের মৃত্যুতে বান্ধবী রিয়া চক্রবর্তী, 'দিল বেচারা'র অভিনেত্রী সঞ্জনা সঙ্ঘী, পরিচালক সঞ্জয়লীলা বনশালী সহ অনেককেই জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ২৯ জনের সঙ্গে কথাবার্তা বলা হয়েছে এই বিষয়ে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)