The Kerala Story Box Office Collection: বিতর্কতেও অব্যাহত জয়যাত্রা, পাঁচদিনে 'দ্য কেরালা স্টোরি'-র আয় হল ৫৬ কোটিরও বেশি
The Kerala Story Box Office Collection Update: সোশ্যাল মিডিয়ায় ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এই ছবির ব্যবসা নিয়ে লিখেছেন।আর সেখানেই তিনি জানিয়েছেন, এই ছবি ইতিমধ্যেই পার করে ফেলেছে ৫০ কোটির লক্ষ্যমাত্রা।
কলকাতা: বিতর্ক , ছবি নিষিদ্ধ.. সব পেরিয়ে অব্যাহত দ্য কেরালা স্টোরি (The Kerala Story)-র জয়যাত্রা। বক্সঅফিসে সুদীপ্ত সেনের (Sudipto Sen)-এর ছবি পেরিয়ে গেল ৫০ কোটির লক্ষ্যমাত্রা। বলা ভাল, বিতর্ক কার্যত বাড়িয়ে দিয়েছে ছবির টিকিট বিক্রি। মঙ্গলবার এই ছবির ব্যবসার অঙ্ক ছিল ১১.১৪ কোটি। ৪ দিন মিলিয়ে এই ছবি এখনও পর্যন্ত আয় করল ৫৬.৮৬ কোটি।
সোশ্যাল মিডিয়ায় ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh) এই ছবির ব্যবসা নিয়ে লিখেছেন। আর সেখানেই তিনি জানিয়েছেন, এই ছবি ইতিমধ্যেই পার করে ফেলেছে ৫০ কোটির লক্ষ্যমাত্রা। তিনি 'দ্য কেরালা স্টোরি'-কে ব্লকবাস্টার বলেই উল্লেখ করেছেন ট্রেড অ্যানালিস্ট।
#TheKeralaStory continues its BLOCKBUSTER RUN… Hits HALF-CENTURY [₹ 50 cr]… Day 5 [Tue] is HIGHER than Day 4 [Mon] and Day 1 [Fri], SUPERB TRENDING… Fri 8.03 cr, Sat 11.22 cr, Sun 16.40 cr, Mon 10.07 cr, Tue 11.14 cr. Total: ₹ 56.86 cr. #India biz. #Boxoffice pic.twitter.com/2hcXS4LN9D
— taran adarsh (@taran_adarsh) May 10, 2023
এক বছর আগে ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বিতর্ক দানা বেধেছিল। এ বার বিতর্ক ‘দ্য কেরালা স্টোরি’ ছবিকে ঘিরে (The Kerala Story)। আর সেই বিতর্কে জড়িয়ে গেল বাংলাও। অসত্য এবং বিকৃত তথ্যে ভর করে, বিশেষ উদ্যেশ্য চরিতার্থ করতে ছবিটি বানানো হয়েছে বলে অভিযোগ। শান্তি এবং সম্প্রীতি রক্ষার্থে ছবিটি নিষিদ্ধ করা হয়েছে বাংলায়। তৃণমূল সরকারের এই সিদ্ধান্ত ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশে (The Kerala Story Controversy)।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, এই ধরনের ছবি অশান্তি ছড়াতে পারে, উত্তাল করে তুলতে পারে রাজ্যের পরিস্থিতি। আর তাই গোটা পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হয়েছে এই ছবির শো। তামিলনাড়ুতে অবশ্য দর্শকের অভাবে বেশ কিছু মাল্টিপ্লেক্সে বাতিল হয়েছে 'দ্য কেরালা স্টোরি'-র একাধিক শো।
গিল্ড অফ ইন্ডিয়া একটি স্টেটমেন্টে জানিয়েছে, দর্শক নিজে পছন্দ করবেন কোন ছবি তাঁরা দেখবেন বা কোন ছবি দেখবেন না। কোনও রাজ্য বা কোনও রাজনৈতিক দলের বিশেষ কোনও একটি ছবিকে নিষিদ্ধ করার কোনও অধিকার নেই। সেন্ট্রাল বোর্ড ছাড়া আর কারও কোনও ছবি নিষিদ্ধ করার অধিকার নেই। দর্শকের ওপর বিশ্বাস রাখতেই হবে।'
আরও পড়ুন: Walking Fact: পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?
আরও পড়ুন: Skin Care Tips: মুখের ত্বকে ভুল করেও ব্যবহার করবেন না এইসব উপকরণ