Triptii Dimri: 'অ্যানিম্যাল' ছবিতে নারীবিদ্বেষ নেই, অভিনয় নিয়ে নিজের সাফাই দিলেন তৃপ্তি ?
Ranbir Kapoor starrer film 'Animal': একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে তৃপ্তি জানান, তিনি কখনই এই ছবিটিকে নারীবিদ্বেষী হিসেবে মনে করেননি। 'এই ছবিটিকে আমি কখনই এমন ট্যাগ দিই না', বলেন অভিনেত্রী।
নয়া দিল্লি: সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় 'অ্যানিম্যাল' (Animal) ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে এখন অভিনেত্রী তৃপ্তি দিমরি। সম্প্রতি তিনি এই ছবিতে অভিনয়ের প্রস্তাব কীভাবে এল তাঁর কাছে এবং কীভাবে তিনি (Triptii Dimri) এই প্রস্তাবে রাজি হলেন তা নিয়ে কথা বলেছেন। এই ছবিতে তৃপ্তির অভিনয় দক্ষতা ভূয়সী প্রশংসিত হয়েছে। রণবীর কপূরের (Ranbir Kapoor) সঙ্গে তাঁর স্ক্রিনটাইম বেশি না থাকলেও তিনি প্রশংসিত হয়েছেন। অন্যদিকে বেশ কিছু মানুষ এই ছবিতে 'নারীবিদ্বেষী' বলে আখ্যায়িত করেছেন। ছবির বেশ কিছু দৃশ্য এবং সংলাপ নিয়েও বিতর্ক কম হয়নি। আর এই সব নিয়েই মুখ খুলেছেন তৃপ্তি দিমরি।
ফিল্মফেয়ারকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে তৃপ্তি জানান, তিনি কখনই এই ছবিটিকে নারীবিদ্বেষী হিসেবে মনে করেননি। 'এই ছবিটিকে আমি কখনই এমন ট্যাগ দিই না। বুলবুল এবং কালা ছবিতে অভিনয় করার সময়েও আমার মনে হয়নি যে আমি একটি নারীবাদী ছবি করছি। আমি চরিত্রগুলির সঙ্গে নিজেকে সংযুক্ত করেছি, পরিচালকের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখেছি এবং আমার মনে হয়েছে এই কাজটা করা উচিত।', এমনটাই বলেন তৃপ্তি।
'অ্যানিম্যাল' ছবিতে বেশ কিছু জটিল দৃশ্য রয়েছে, সেখানে অভিনয় নিয়ে, কীভাবে তিনি খাপ খাওয়ালেন নিজেকে তা জানিয়ে তৃপ্তি বলেন, 'আমাকে যখন অ্যানিম্যাল ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়, আমি সন্দীপ স্যারের সঙ্গে দেখা করি, কিন্তু তিনি এই ছবির কাহিনি নিয়ে পুরোপুরি কিছুই বলেননি। আমাকে আমার চরিত্র সম্পর্কে বিস্তারিত বলেছিলেন শুধু। আমার কাছে আকর্ষণীয় ছিল এর আগে আমি কেবল ভাল চরিত্রে, ভদ্র-সভ্য চরিত্রে অভিনয় করেছিলাম, যারা ছবির শেষে সহানুভূতি অর্জন করেছিল। আর সেখানে দাঁড়িয়ে আমি এখনও ভাবি অ্যানিম্যালে অভিনয় করাটা কত বড় সুযোগ ছিল আমার কাছে'।
ছবিতে রণবীর কপূরের একজন বার্তাবাহক হিসেবে দেখা গিয়েছে তৃপ্তি দিমরিকে। তিনি এই চরিত্রটি আকর্ষণীয় বলে মনে করেছেন এবং সন্তুষ্ট হয়েছেন বলেই অভিনয়ে রাজি হয়েছিলেন।
তৃপ্তি জানান, 'সন্দীপ স্যার তাঁকে বেশ কিছু আকর্ষণীয় বিষয় বলেছিলেন। তিনি আমার একেবারে সরল, নিষ্পাপ এবং দয়ালু ধরনের দৃষ্টি দেখতে চেয়েছিলেন, কিন্তু আমার যেন মনের ভিতরে একটা লক্ষ্যপূরণের ইচ্ছে থাকে। আমাকে একটা কাজ শেষ করতে হবে, এটা যেন আমার মনে থাকে। আর এই কারণেই চরিত্রটি চ্যালেঞ্জিং বলে মনে হয়েছিল আমার আর তাই আমি রাজি হয়ে যাই'।
আরও পড়ুন: Chahal-Dhanashree: ভারতীয় ক্রিকেটমহলে বিচ্ছেদের সুর! ঘর ভাঙছে যুজবেন্দ্র চাহাল, ধনশ্রী বর্মার?