Bengali Serial Exclusive: সেটেই পড়াশোনায় ব্যস্ত 'রানি', 'নায়িকার সঙ্গে প্রেমের গুজব নিয়ে মজা করি', বলছেন অর্কপ্রভ
Tomader Rani Exclusive: শ্য়ুটিং সেটে নাকি সবচেয়ে ভাল বন্ধুত্ব অর্কপ্রভ আর অভিকারই। সেটাই কি ফুটে ওঠে ক্যামেরার সামনে?
তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: তরুণ এই অভিনেতা অভিনেত্রীর টক-ঝাল সম্পর্ক ইতিমধ্যেই বেশ প্রিয় হয়ে উঠেছে দর্শকদের। প্রথম ধারাবাহিকেই, জুটি হিসেবে বেশ জনপ্রিয় হয়েছেন তাঁরা। অভিকা মালাকার (Abhika Malakar) ও অর্কপ্রভ (Arka Provo)। ধারাবাহিক 'তোমাদের রানি'-র সৌজন্যে, এখন ছোটপর্দায় বেশ জনপ্রিয় তাঁদের সমীকরণ। কিন্তু ক্যামেরার বাইরে ঠিক কেমন মানুষ অর্কপ্রভ আর অভিকা? শ্যুটিং সেটে কেমন করে সময় কাটে? খোঁজ নিল এবিপি লাইভ (ABP Live)।
সেটে সবাই নাকি এক্কেবারে পরিবারের মতোই। শ্যুটিংয়ের ফাঁকেই চলে আড্ডা আর খুনসুটি। এবিপি লাইভকে গল্প শোনাতে গিয়ে অর্কপ্রভ বলছেন, 'সেটে সবচেয়ে বেশি খুনসুটি আমিই করি। পাঁচ মাস ধরে কাজ করছি, গোটা টিমের সঙ্গে একেবারে পরিবারের মতোই সম্পর্ক হয়ে গিয়েছে। শট না থাকলে যেমন আমরা একে-অপরের রূপটান ঘরে গিয়ে আড্ডা মারি, তেমনই সবাই একসঙ্গে টিফিন ভাগ করে খাই। স্কুলের মতোই। টিমের অনেকেই আমার থেকে বড়। পরিচালক থেকে শুরু করে AD, সবার থেকেই প্রত্যেকদিন অনেক কিছু শিখি। কোনোদিন বকুনি বলে মনে হয়নি। মনে হয়, ওঁরা শেখানোর জন্যই বলছেন।'
তবে এই আড্ডা থেকে নাকি হামেশাই বাদ পড়তে হয় রানি ওরফে অভিকাকে। পড়াশোনা চলছে তাঁর, সামনেই পরীক্ষা। অভিকার কথায়, 'সেটে সবাই ভীষণ ভাল, একটু ফাঁক পেলেই গল্প হয়। তবে আমি থাকতে পারি না। পড়াশোনা চলছে আমার, সামনেই পরীক্ষা। তাই শট না থাকলে রূপটান ঘরে এসে পড়াশোনা করি। অভিনয় আর শ্যুটিং, দুটো একসঙ্গে চালানো কঠিন হলেও, এতদিনে অভ্যাস হয়ে গিয়েছে।'
শ্য়ুটিং সেটে নাকি সবচেয়ে ভাল বন্ধুত্ব অর্কপ্রভ আর অভিকারই। সেটাই কি ফুটে ওঠে ক্যামেরার সামনে? অর্কপ্রভ বলছেন, 'সেটে কাজ করতে করতে অভিকার সঙ্গে একটা ভীষণ ভাল বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছে। তবে কেবল ও নয়, অনেকেই সিনিয়র রয়েছেন ধারাবাহিকে। তাঁদের দেখেও অনেক কিছু শিখি।' কখনও প্রেমের গুঞ্জন কানে এসেছে দুজনের? হাসতে হাসতে অর্কপ্রভ বললেন, 'সব ধারাবাহিকে যেমন হয়, সেই ধারা থেকে আমরাও বাদ নই। অনেকেই মনে করেন, আমি আর অভিকা প্রেম করছি। সেই সমস্তকে আমরা পাত্তা দিই না অবশ্য। এক্কেবারে হাসাহাসি করেই উড়িয়ে দিই।'
ব্যক্তিজীবনে দুর্জয়ের সঙ্গে কতটা মিল রয়েছে অর্কপ্রভর? অভিনেতা বললেন, 'একটাই মিল। দুজনেই লক্ষ্যে স্থির। বাকি গোটাটাই অমিল। দুর্জয়ের মতো রাগ নেই আমার। তবে রানিকে নিয়ে দুর্জয়ের যতটা যত্ন রয়েছে, সেটা আমার কোনও জীবনসঙ্গী হলে তাঁর ওপরেও থাকবে।' শ্যুটিংয়ের বাইরে কীভাবে সময় কাটে অর্কপ্রভর? অভিনেতা বলছেন, 'শ্যুটিংয়ে অনেকটাই সময় চলে যায়। তার বাইরে সাধারণত বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভালাবাসি আমি। মামার বাড়িও যাই অনেক সময়।' 'রানি'-র অবশ্য শ্যুটিংয়ের বাইরে সময় কাটে মূলত পড়াশোনাতেই। অভিকা বলছেন, 'আমি নাচ ভীষণ ভালবাসি। ভরতনাট্যম থেকে শুরু করে হিপ হপ, দুইই শিখতাম একসময়ে। শ্যুটিংয়ের জন্য নাচ শেখায় একটু বিরতি পড়লেও, চর্চা রয়েছে। পড়াশোনা আর শ্যুটিং থেকে সময় পেলে সেই চর্চাই চলে।'
ধারাবাহিক মানেই তো টিআরপির চাপ। অভিনয়ের সময় সেইসব কি মাথায় কাজ করে 'দুর্জয়-রানি'-র? অর্কপ্রভ বলছেন, 'এই দিকগুলো আমি মাখায় রাখি না। নিজের কাজটা মন দিয়ে করার চেষ্টা করি কেবল। অভিকার উত্তর অবশ্য উল্টো। বললেন, 'একটু তো টেনশন থাকেই। তবে আমার বিশ্বাস মন দিয়ে কাজ করলে তার ফল পাওয়া যায়।'
ছোটপর্দায় ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছেন, অভিকা বন্ধুদের মধ্যে কতটা 'রানি'? হাসতে হাসতে নায়িকার উত্তর, 'বন্ধুরা আমায় নিয়ে ভীষণ গর্ব করে। ছোট থেকে যাদের সঙ্গে পড়াশোনা করেছি, টিউশন গিয়েছি.. এখন তারাই আমায় ছোটপর্দায় দেখে রোজ। প্রশংসা করে, আমার কথাও সবাইকে বলে। মজা করে বলে, 'আমি নাকি নায়িকা নায়িকা হয়ে গিয়েছি।' প্রেমপ্রস্তাব পেয়েছেন? লাজুক হেসে অভিকার উত্তর, 'পাইনি বললে মিথ্যে বলা হবে। অনুরাগীদের থেকেও চিঠি পাই। তবে আমি এসব নিয়ে ভাবি না। আপাতত কেরিয়ারে মন দিতে চাই।'
আরও পড়ুন: Anupam Roy: অরিজিতের বাড়িতে হঠাৎ অনুপম, নিছক আড্ডা নাকি নতুন কাজের পরিকল্পনা?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।