এক্সপ্লোর
Advertisement
বিরাট-অনুষ্কা মেয়ের নাম রেখেছেন ভামিকা, জেনে নিন এর অর্থ, অন্যান্য তারকা সন্তানদের নামের অর্থও জানুন
সংবাদমাধ্যম জানাচ্ছে, জ্যোতিষীরা বলেছেন, ভামিকা সংস্কৃত অর্থ, যার অর্থ দেবী দুর্গা।
মুম্বই: গতকালই বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা পোস্ট করেছেন তাঁদের সদ্যজাত কন্যার প্রথম ছবি। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে মায়ের কোলে তার কুচকুচে কালো চুলে ভরা মাথাটুকু। অনুষ্কা জানিয়েছেন, মেয়ের নাম ভামিকা। অনেকেই জানতে চাইছেন, এই নামের অর্থ কী।
ভামিকা নামটি কি বিরাট আর অনুষ্কা রেখেছেন শুধু তাঁদের নামের অক্ষর নিয়ে? না এর নিজস্ব কোনও অর্থ রয়েছে? অনুষ্কা সে সব কিছু লেখেননি। শুধু তাঁদের তিনজনের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন, আমরা এতদিন এক সঙ্গে থেকেছি ভালবাসা, উপস্থিতি আর কৃতজ্ঞতাকে জীবনের অঙ্গ করে নিয়ে কিন্তু এই ছোট্ট ভামিকা আমাদের অস্তিত্বকে সম্পূর্ণ এক নতুন অর্থ এনে দিয়েছে! কান্না, হাসি, উদ্বেগ, আশীর্বাদ- সব রকম আবেগ মুহূর্তে মুহূর্তে উপভোগ করি! ঘুম এখন আর হয় না কিন্তু আমাদের হৃদয় পূর্ণ হয়ে গিয়েছে। আপনাদের সকলকে শুভেচ্ছা, প্রার্থনা ও ভালবাসা জোগানোর জন্য ধন্যবাদ।
দেখুন তাঁর পোস্ট
এরপরই সকলে গুগল সার্চ করে জানতে চাইছেন ভামিকা শব্দের অর্থ কী। অনেকে ভাবছেন, বিরাটের ভি আর অনুষ্কার নামের শেষ অক্ষর কা নিয়ে তৈরি হয়েছে ভামিকা। কিন্তু জানা যাচ্ছে, বিরাট ও অনুষ্কার মেয়ের নাম গভীরভাবে প্রোথিত রয়েছে হিন্দু পুরাণ ও সংস্কৃতিতে। এই নামের প্রকৃত অর্থ হল অর্ধনারীশ্বরের নারী অংশটুকু। অর্ধনারীশ্বর হলেন ভগবান মহাদেব ও দেবী পার্বতীর একত্র রূপ। মহাদেব অর্ধনারীশ্বরের ডান দিকটুকু অধিকার করে রয়েছেন, দেবী পার্বতী ধারণ করেছেন বাঁ দিক। এক সঙ্গে তাঁরা সৃষ্টি করেছেন ঐশ্বরিক মহাজাগতিক এক ঐক্য।
সংবাদমাধ্যম জানাচ্ছে, জ্যোতিষীরা বলেছেন, ভামিকা সংস্কৃত অর্থ, যার অর্থ দেবী দুর্গা।
অনুষ্কার ইনস্টাগ্রাম পোস্টে লাইক পড়েছে ৬ লক্ষের বেশি। অভিনন্দনের বার্তায় ভরে গিয়েছে তাঁর অ্যাকাউন্ট। সকলেই শিশু ভামিকা ও তার বাবা মায়ের সুস্বাস্থ্য এবং সুখী জীবন কামনা করেছেন।
শাহরুখ খানের ছোট ছেলের নাম আবরাম। শাহরুখ বলেন, নামটি হিব্রু শব্দ, এর অর্থ ইব্রাহিম কিন্তু তিনি একে ধর্মনিরপেক্ষ করতে রাম শব্দটি রামচন্দ্রের নামে করে আবরামের আর ক্যাপিটালে করেছেন।
করিনা কপূর ও সেফ আলি খান তাঁদের ছেলের নাম রাখেন তৈমুর। কিন্তু নামটি নিয়ে তুমুল বিতর্ক হয়। অনেকে এটি আপত্তিকর মনে করেন, কারণ তৈমুর ভারত আক্রমণ করে লাখো মানুষকে হত্যা করেছিলেন। কিন্তু আপত্তিতে কাল দেননি সেফ-করিনা।
ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের মেয়ের নাম আরাধ্যা। সংস্কৃতে এর অর্থ, যে পূজনীয়।
গত বছর জন্মেছে শিল্পা শেট্টির মেয়ে। শিল্পা জানিয়েছেন, মেয়ের সাম সামিশা। সা শব্দের অর্থ সংস্কৃতে পাওয়া, আর মিশা মানে যে ঈশ্বরের মত। তিনি জানিয়েছেন, সামিশা শব্দের অর্থ দেবী লক্ষ্মী, যে তাঁদের পরিবারকে পূর্ণ করেছে।
শাহিদ কপূর ও মীরা রাজপুতের মেয়ে মিশার নাম বাবা মায়ের নাম মিলিয়ে তৈরি। আর ছেলে জৈনের নামের অর্থ সৌন্দর্য আর মাধুর্য। শাহিদ জানিয়েছেন, মিশার জন্মের আগে থেকেই তাঁরা ভেবে রেখেছিলেন, ছেলে হলে নাম দেবেন জৈন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement