Health Update: হেপাটাইটিসে রেকর্ড গড়েছে ভারত, কেন সতর্ক হতে বলছে WHO ?
WHO On Hepatitis In India: বিশ্বের যে দশটি দেশ এই রোগের নিরিখে শীর্ষ স্থানে, তার মধ্যেই রয়েছে ভারত। বিশ্ব হেপাটাইটিস দিবসে নানা কারণে ভারতকে সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
কলকাতা: এবার হেপাটাইটিস সংক্রমণ নিয়ে ভারতকে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার একটি সভায় এই সতর্কবার্তা দেওয়া হয়। হু-এর তরফে বলা হয়েছে, সংক্রমক ব্যাধি হিসেবে হেপাটাইটিস সংক্রমণ সারা বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আর এই পরিস্থিতির মধ্যে ভারত মোটেই সন্তোষজনক স্থানে নেই।
প্রতি দিন ৩৫০০ জন
সারা বিশ্বে প্রতিদিন ৩৫০০ জন মানুষ শিকার হচ্ছেন হেপাটাইটিস ভাইরাসের। হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি ভাইরাসের সংক্রমণের জেরেই মৃত্যু হচ্ছে রোগীদের। এর মধ্যে সিংহভাগই হেপাটাইটিস বি বলে জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিসংখ্যান বলছে, হেপাটাইটিস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৮৩ শতাংশই হেপাটাইটিস বি রোগে আক্রান্ত হয়ে মারা যান। অন্যদিকে ১৭ শতাংশের মৃত্যু হয় হেপাটাইটিস সি রোগে। তবে সবচেয়ে বড় বিষয় এই দুই রোগেরই চিকিৎসা রয়েছে। বাজারে নির্দিষ্ট রোগ দুটির জন্য ওষুধও উপলব্ধ। অর্থাৎ সেই ওষুধ কিনতে না পারা ও সচেতনতার অভাবও রোগী মৃত্যু বাড়ছে।
লাখের ঘরে মৃত্যুসংখ্যা
লাখের ঘরে পৌঁছে গিয়েছে হেপাটাইটিসে মৃত্যু সংখ্যা। সম্প্রতি ২০২২ সালের পরিসংখ্যান বলছে, ১.৩ মিলিয়ন অর্থাৎ ১৩ লক্ষ ব্যক্তি হেপাটাইটিসে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে ২০১৯ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১.১ মিলিয়ন অর্থাৎ ১১ লক্ষ। সম্প্রতি পর্তুগালে বিশ্ব হেপাটাইটিস দিবসে বিশেষ সামিটের আয়োজন করা হয়। সেখানেই এই ব্যাপারে সতর্ক করা হয়।
বিশ্বের শীর্ষ দশ দেশের মধ্যেই ভারত
রোগের নিরিখে বিশ্বের শীর্ষ দশ দেশের মধ্যেই রয়েছে ভারত। এছাড়াও, অন্যান্য দেশগুলির মধ্যে রয়েছে চিন, ভারত, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, ইথিওপিয়া, বাংলাদেশ, ভিয়েতনাম, ফিলিপিন্স ও রাশিয়ান ফেডারেশন। তবে গোটা বিশ্বের ৫০ শতাংশ হেপাটাইটিস বি রোগী চিন, ভারত ও ইন্দোনেশিয়াতেই রয়েছে। অন্যদিকে ৫০ শতাংশ হেপাটাইটিস সি রোগী চিন, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, রাশিয়ান ফেডারেশনের বাসিন্দা। সম্প্রতি আফ্রিকার অবস্থা আরও সঙ্গীন হয়ে উঠেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য় সংস্থা। ওই মহাদেশে নতুন করে ৬৩ শতাংশ হেপাটাইটিস বি রোগী শনাক্ত হয়েছে।
সমস্য়া কোথায় ?
ওষুধ ও নির্দিষ্ট চিকিৎসা থাকা সত্ত্বেও তা পাওয়া মুশকিল হয়ে দাঁড়াচ্ছে বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা। সকলের সাধ্যের মধ্যে কম দামে পরিষেবা মিলছে না বলেই চিকিৎসা হচ্ছে না সঠিক সময়ে। যার জেরে বাড়ছে রোগীমৃত্যু। এবার এই পরিস্থিতিকে সামাল দিতেই সারা বিশ্বকে সচেতন করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Health Tips: ঠান্ডা লেগে গলায় ব্যথা, ঘরোয়া কোন উপায়ে সারবে দ্রুত ?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )