এক্সপ্লোর
করোনাভাইরাস: সর্দি-কাশি-জ্বর অথবা করোনা আক্রান্ত হলে তবেই মাস্ক পরুন, বিভ্রান্তি এড়াতে নতুন নির্দেশিকা কেন্দ্রের
কেন্দ্রের নির্দেশিকায় ঠিক কী কী বলা হয়েছে, জানুন...

নয়াদিল্লি: দেশে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৬। মৃত ৩। এই পরিস্থিতিতে করোনা আতঙ্কের জেরে মাস্কের ব্যবহার বাড়ছে। বিভিন্ন দেশে যাত্রা করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। এই পরিস্থিতিতে মাস্ক নিয়ে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই নির্দেশিকায় বলা হয়েছে, সুস্থ থাকলে মাস্ক পরার প্রয়োজন নেই। সর্দি-কাশি-জ্বর অথবা করোনা আক্রান্ত হলেই তবেই মাস্ক পরুন। স্বাস্থ্য কর্মীরা মাস্ক ব্যবহার করুন। মাস্ক ব্যবহারে বিভ্রান্তি এড়াতে নতুন নির্দেশিকা কেন্দ্রের। কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে --
মাস্ক ব্যবহার করুন যদি--- আপনার উপসর্গ (কাশি, জ্বর বা শ্বাসকষ্ট) থাকলে।
- কোনও করোনা-আক্রান্তের সেবা করছেন।
- আপনি একজন স্বাস্থ্যকর্মী এবং শ্বাসজনিত সমস্যা নিয়ে রোগীদের চিকিৎসা করছেন।
মাস্ক পরার সময় খেয়াল রাখবেন--
- মাস্কের প্লিটগুলি এমনভাবে খুলতে হবে, যাতে তার মুখ নীচের দিকে থাকে।
- প্রতি ৬-ঘণ্টা অন্তর বা ভিজে গেলে মাস্ক পরিবর্তন করুন।
- নিজের মুখ, নাক ও চোয়ালের ওপর মাস্কটি ধরুন। নিশ্চিত করুন যাতে মাস্কের দু-ধারে কোনও ফাঁক-ফোঁকড় যেন না থাকে।
- মাস্ক যাতে মুখের সঙ্গে সেঁটে থাকে তার জন্য প্রয়োজনে তা ছোট বা বড় করে নিন।
- ডিজপোজেবল মাস্ক কখনই পুর্নব্যবহার করবেন না। ব্যবহারের পর যথাযথ জায়গায় জীবাণুমুক্ত করে মাস্কগুলি ফেলে দিন।
- ব্যবহারের সময় মাস্কে হাত দেবেন না।
- মাস্ক খোলার সময় তার বাইরের স্তরে হাত লাগাবেন না।
- মাস্ক গলা থেকে ঝুলিয়ে রাখবেন না।
- মাস্ক খোলার পর ভাল করে সাবান বা অ্যালকোহল-জাতীয় হ্যান্ড-রাব দিয়ে হাত ধুতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
আইপিএল
Advertisement
