Sheikh Hasina: হাসিনার 'প্রত্যর্পণ' চেয়ে ভারতকে চিঠি বাংলাদেশের
Bangladesh News: চলতি বছর অগস্ট মাসে গণবিদ্রোহের সময় বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসেছিলেন শেখ হাসিনা। এরপর থেকে বারবারই নানারকম হুঁশিয়ারি দিয়েছে পড়শি দেশ।
বিজেন্দ্র সিংহ, নয়া দিল্লি: শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি বাংলাদেশের। হাসিনার 'প্রত্যর্পণ' চেয়ে ভারতকে চিঠি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। লাগাতার যুদ্ধ-জিগির, হিন্দুদের উপর হামলার পাল্টা হাসিনা নিয়ে চাপ। হাসিনা নিয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে, জানিয়েছে বাংলাদেশের বিদেশমন্ত্রক। বাংলাদেশের গণবিদ্রোহের সময় ভারতে শেখ হাসিনার আশ্রয়। ৫ অগাস্ট বাংলাদেশ থেকে আসার পরে ভারতেই রয়েছেন শেখ হাসিনা।
এর আগেও বাংলাদেশের তরফে শেখ হাসিনাকে সেখানে ফেরত পাঠানোর কথা বলা হয়েছিল। তবে কাগজ-কলমে আনুষ্ঠানিক ভাবে কিছু চাওয়া হয়নি। এবার শোনা যাচ্ছে যে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হুসেন আনুষ্ঠানিক ভাবে ভারতের বিদেশ মন্ত্রককে শেখ হাসিনাকে বাংলাদেশে তথা ঢাকাতে ফেরত পাঠানোর কথা বলেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তৈহিদ হুসেন জানিয়েছেন, বিচারব্যবস্থার জন্য শেখ হাসিনাকে যে বাংলাদেশে ফেরত চাওয়া হচ্ছে তা ভারতকে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে। ভারত সরকারকে 'নোট ভার্বাল' পদ্ধতিতে জানানো হয়েছে। এখন এটাই দেখার যে ভারত সরকার কী বিবৃতি দেয় বা কী পদক্ষেপ গ্রহণ করে বা কী প্রতিক্রিয়া আসে ।
গত ৫ অগস্ট থেকে ভারতে রয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশে গণবিদ্রোহের সময় ভারতে আশ্রয় নেন তিনি। এখান থেকেই বেশ কয়েকবার বিবৃতি দিয়েছেন। এমনকি ফেসবুক লাইভে এসেও আওয়ামি লিগের সদস্যদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন শেখ হাসিনা। সম্প্রতি বাংলাদেশে হওয়া হিন্দুদের প্রতি অত্যাচারের বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। ক্ষোভ প্রকাশ করেছেন ইউনূস সরকারের বিরুদ্ধেও। সেই সম্পর্কে উষ্মা প্রকাশ করেছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বলা হয়েছিল, এভাবে ভারতের মাটিতে বসে বাংলাদেশ সম্পর্কে তিনি মন্তব্য করতে পারেন না।
কিছুদিন আগে বাংলাদেশের ছাত্র নেতা সজিস আলম বলেছিলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভাল রাখতে হলে হাসিনাকে ফেরত দিতে হবে। এক বিএনপি নেতাও কিছুদিন আগে বলেছেন, দরদ যদি এত বেশি হয় তাহলে ভারতের কোনও একটি রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হোক হাসিনাকে। এরপর আনুষ্ঠানিক ভাবেই ভারত সরকারকে হাসিনার প্রত্যর্পণের কথা জানিয়েছে। এবছর জুলাই মাসে গণবিদ্রোহ হয় বাংলাদেশে। তারপর অগস্ট মাসের ৫ তারিখ গণভবনের দখল নেয় উন্মত্ত জনতা। দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিতে এক প্রকার বাধ্য হন শেখ হাসিনা।
আরও পড়ুন- অরাজকতার বাংলাদেশে এবার 'বীর প্রতীক' খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার এই হাল করল দুষ্কৃতীরা