Delhi Election 2025 : বুধে ভোট, মঙ্গলেই লক্ষ লক্ষ টাকা উদ্ধার মুখ্যমন্ত্রীর দফতরের ২ কর্মীর থেকে
এ এন আই সূত্রের খবর, মঙ্গলবার মুখ্যমন্ত্রীর অফিসের দুই কর্মীর থেকে এই টাকা উদ্ধার করেছে দিল্লি পুলিশ।

নয়াদিল্লি : বুধবার দিল্লির নির্বাচন। আর তার ঠিক আগেই, মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক কর্মচারীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হল । ৫ ফেব্রুয়ারি দিল্লি নির্বাচনের প্রাক্কালে এত টাকা মুখ্যমন্ত্রীর অফিসে কাজ করা এক ব্যক্তির কাছে আসে কী করে ! উঠছে প্রশ্ন। এ এন আই সূত্রের খবর, মঙ্গলবার মুখ্যমন্ত্রীর অফিসের দুই কর্মীর থেকে এই টাকা উদ্ধার করেছে দিল্লি পুলিশ।
পুলিশ সূত্রে দাবি, গোপন সূত্রে খবর পেয়ে সন্ধেয় তল্লাশি চালায় দিল্লি পুলিশের ফ্লাইং স্কোয়াড টিম। ঘটনাস্থলে পৌঁছে দুই ব্যক্তিকে টাকা সহ নাতেনাতে ধরে ফেলে তারা।
ডিসিপি রবি কুমার সিং সংবাদমাধ্যমকে জানান, তাঁর এক সূত্র থেকে ফোন পান। সেই সূত্র ধরেই পৌঁছায় এফএসটি। দেখা যায়, সূত্র ভুল বলেনি। বিপুল ক্যাশ টাকা সহ গৌরব ও অজিত নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তথ্য বলছে,দুজনেই মুখ্যমন্ত্রীর দফতরের কর্মী। তারা এই বিপুল অঙ্কের টাকা কোথা থেকে পেল, প্রশ্ন উঠছে। এই টাকার সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক রয়েছে কিনা , তাও খতিয়ে দেখবে পুলিশ। ডিসিপির দাবি, ধৃতদের মধ্যে একজন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর সহকারী। আরেকজন গাড়ির চালক। দিল্লি পুলিশ এই খবরের সত্যতা স্বীকার করে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে।
নির্বাচনের আগে নিরাপত্তার বিষয়ে সতর্ক ছিল দিল্লি পুলিশ। একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রে দাবি,ভোটের আবহে অষ্টপ্রহর সতর্ক পুলিশ। অবৈধ মদ, অনুপ্রবেশ, চোরাচালান, বেআইনি টাকা মজুত আটকাতে তৎপর তারা। সেই সঙ্গে ভোটের আবহে নজর রাখা হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও। কারণ,সোশ্যাল মিডিয়া এখন জনপ্রিয় যোগাযোগ মাধ্যম। সাউথ দিল্লি থেকে গতকাল অবধি ১ কোটিরও বেশি হিসাব বহির্ভূত টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এছাড়াও নজর রাখা হচ্ছে, কেউ যেন অশান্তি পাকানোর চেষ্টা না করতে পারে।
FST team found two individuals, Mr. Gaurav and Mr. Ajit Singh, in a car with Rs. 5 lakhs. Mr. Gaurav stated that the money was recived from Mr. Pankaj, PA to Ms. Atishi, for booth management in Giri Nagar, KalkaJi(AC). Cash has been seized and police is further investigating it.
— DEO/DM South-East, Delhi (@Dmsoutheastdelh) February 4, 2025
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
