Budget 2021: মাঝারি ও ক্ষুদ্রশিল্পের জন্য ১৫ হাজার ৭০০ কোটি টাকা বরাদ্দ, গত বছরের তুলনায় দ্বিগুণের বেশি, দাবি সীতারমণের
নির্মলা সীতারমণ বলেন, আমরা মাঝারি ও ক্ষুদ্রশিল্পকে উন্নত করতে আরও একধাপ এগোতে চলেছি। এই বাজেট থেকে মাঝারি ও ক্ষুদ্রশিল্পের ১৫ হাজার ৭০০ কোটি টাকা বরাদ্দ করছি। যা গত বছরের বরাদ্দ অর্থের থেকেও দ্বিগুণের বেশি।
নয়াদিল্লি: এবার মাঝারি ও ক্ষুদ্রশিল্পের দিকে নজর দিল সরকার। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৫ হাজার ৭০০ কোটি টাকা বরাদ্দ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আজ বাজেট পেশ করতে গিয়ে এই ঘোষণা করেন তিনি।
নির্মলা সীতারমণ বলেন, আমরা মাঝারি ও ক্ষুদ্রশিল্পকে উন্নত করতে আরও একধাপ এগোতে চলেছি। এই বাজেট থেকে মাঝারি ও ক্ষুদ্রশিল্পের ১৫ হাজার ৭০০ কোটি টাকা বরাদ্দ করছি। যা গত বছরের বরাদ্দ অর্থের থেকেও দ্বিগুণের বেশি। ঋণ প্রবাহ জারি রাখতে স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রকল্পের আওতায় বিশেষ সুযোগ দেওয়া হলব মহিলাদের। তফশিলি জাতি উপজাতির জন্য কৃষি ঋণের সুদ ২৫ শতাংশ থেকে কমে ১৫ শতাংশ হয়েছে।
২০২১-২২ সালের এই বাজেটের ৬ স্তম্ভ। স্বাস্থ্য, মূলধন, পরিকাঠামো, উন্নত ভারতের জন্য নতুনের ভাবনা, গবষেণার মতো বিভিন্ন ক্ষেত্রকে স্তম্ভ হিসেবে তুলে ধরা হয়েছে। বাজেট পেশ করতে গিয়ে নির্মলা বলেন, ২০২১ বাজেটের আগে মহামারীর কারণে ৩ বার সঙ্কটে পড়ে অর্থনীতি। অর্থনীতির উন্নতির জন্য প্রথম থেকেই কাজ করেছে সরকার। তিনি বলেন, এই সঙ্কটকালীন পরিস্থিতিতে বাজেট তৈরি করা মোটেই সহজ নয়। রাজ্য সহ গোটা দেশ এই সমস্যার সম্মুখীন হয়েছিল। কিন্তু ২০২০ সালের কোভিড ১৯ সঙ্কট কাটিয়ে উঠেছি আমরা।
বাজেট পেশ করতে গিয়ে এদিন অর্থমন্ত্রী বলেন, করোনাকালে গরিব যোজনা প্রকল্প এনেছিলেন প্রধানমন্ত্রী। সরকার যে আত্মনির্ভর প্রকল্প দিয়েছে তা জিডিপি-র ১৩ %। কৃষকদের আয় দ্বিগুণ করতে আমরা দায়বদ্ধ। কমবয়সীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করব। বাজেট এমন হবে যাতে ঘুরে দাঁড়ানো সহজ হয়। আমরা আত্মনির্ভরতার লক্ষে বাজেট তৈরি করছি।