Kargil Vijay Diwas 2023:শিখর-ছোঁয়া সাফল্য, কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে মাউন্ট কুন-এ কঠিন সামিট ভারতীয় সেনার পর্বতারোহীদের
Indian Army Dagger Division:আগামীকাল কার্গিল বিজয় দিবস। শহিদদের শ্রদ্ধা জানাতে কার্যত অসাধ্যসাধন করে দেখালেন ভারতীয় সেনার ড্যাগার ডিভিশনের পর্বতারোহীরা। রেকর্ড সময়ে মাউন্ট কুনে আরোহণ করলেন তাঁরা।
লাদাখ: আগামীকাল কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Diwas 2023)। শহিদদের শ্রদ্ধা জানাতে কার্যত অসাধ্যসাধন করে দেখালেন ভারতীয় সেনার ড্যাগার ডিভিশনের (Indian Army Dagger Division) পর্বতারোহীরা (Mountaineers)। রেকর্ড সময়ে মাউন্ট কুনে (Mount Kun) আরোহণ (Summit) করলেন তাঁরা। শুধু তাই নয়। সামিট করে যোগব্যায়ামও (Yoga) করলেন সেখানে। ৭ হাজার ৭৭ মিটার উচ্চতায় পর্বতারোহীদের এমন শিখর-ছোঁয়া সাফল্যে গর্বিত ভারতীয় সেনাও।
প্রেস নোট সেনাবাহিনীর...
অভিযানের বিবরণ দিয়ে একটি প্রেস নোট প্রকাশ করেছে ভারতীয় সেনা। লেখা, 'ইনফ্যান্ট্র ডিভিশনের জেনারেল অফিসার কম্যান্ডিং ১৯, এসএম, ভিএসএম, মেজর জেনারেল রাজেশ শেঠি গত ৮ জুলাই বারামুলা থেকে টিমটিকে ফ্ল্যাগ অফ করেছিলেন। ১১ জুলাই বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করে দলটি। আর ১৮ জুলাই ঠিক বেলা ১১টা ৪০ মিনিটে সামিট করেন কর্নেল রজনীশ জোশীর নেতৃত্বাধীন অত্যন্ত সাহসী এই পর্বতারোহীরা। আসে বহু প্রতীক্ষিত সাফল্য।' তবে দুরন্ত রেকর্ড গড়েই ক্ষান্ত দিতে চাননি ভারতীয় সেনার এই সদস্যরা। প্রেস নোটে আরও জানানো হয়েছে, 'এই দুরন্ত সাফল্যের উপরও অবিশ্বাস্য কিছু করতে চেয়েছিলেন ওঁরা। তাই ৭ হাজার ৭৭ মিটার উচ্চতায় যোগব্যায়াম করেন। এটিই সর্বোচ্চ কোনও জায়গায় যোগাভ্যাসের নয়া রেকর্ড।'
এখানেই থামছেন না...
তবে এই সাফল্যেই থামছেন না পর্বতারোহীরা। সেনাবাহিনীর প্রেস নোটেই জানানো হয়েছে, 'মাউন্ট কুনের সফল অভিযানের পর এবার লক্ষ্য মাউন্ট নান। এর উচ্চতা ৭ হাজার ১৩৫ মিটার। গোটা দেশের আশা-আকাঙ্খা বাস্তবায়িত করতে ওই একই দল এর পর মাউন্ট নান জয়ের লক্ষ্যে এগোবে।' ভারতীয় সেনাবাহিনীর পর্বতারোহীদের এই শিখর-ছোঁয়া সাফল্যে স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া নানা মহলে। শারীরিক সুস্থতা ও সক্ষমতার সঙ্গে যে আধ্যাত্মিক ভাল থাকার সম্পর্ক রয়েছে, পর্বতারোহীদের সামিটের পর যোগাভ্যাসের খবরে তা আরও একবার প্রমাণিত বলে মনে করছেন অনেকেই। পাশাপাশি. চরম প্রতিকূল পরিস্থিতিতেও ভারতীয় সামরিক বাহিনীর পর্বতারোহীরা যে নিজেদের লক্ষ্যে স্থির থাকতে পারেন, এই কঠিন অভিযানে সাফল্য তা আরও একবার প্রমাণ করে দিয়েছে বলে মনে করেন সেনা কর্তাদের অনেকেই। তবে এবার অপেক্ষা পরবর্তী লক্ষ্য জয়ের। দেশবাসীর শুভেচ্ছা এই পর্বতারোহীদের। বিশেষত কার্গিল বিজয় দিবসের মতো যে উপলক্ষ্য বেছে নিয়ে তাঁরা অভিযানে বেরিয়েছিলেন, তাতে তাঁদের সাফল্য অন্য মাত্রা পেয়েছে। ১৯৯৯ সালের ২৬ জুলাই পাকিস্তানি সেনাবাহিনীকে হটিয়ে কার্গিল চূড়ায় তেরঙ্গা উড়িয়েছিল ভারতীয় সামরিক বাহিনী। কিন্তু তার আগে বহু প্রাণের বলি দিতে হয়েছিল এ দেশকে। তাঁদের শ্রদ্ধা জানানো হয় এই কার্গিল বিজয় দিবসে।
আরও পড়ুন:স্কুল জীবনে বাবার মৃত্যু, সাইকেল সারিয়ে প্রথম আয়! হার না মানা জেদের জোরেই এখন IAS