এক্সপ্লোর
Advertisement
যদি দেখা যায় সঞ্জয়কে অন্যায় সুযোগ দেওয়া হয়েছে, তাহলে ফের জেলে পাঠান, বম্বে হাইকোর্টে মহারাষ্ট্র সরকার
মুম্বই: নির্দিষ্ট সময়ের আগেই সঞ্জয় দত্তকে জেল থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে যদি ভুল মনে হয়, তাহলে বম্বে হাইকোর্ট ফের তাঁকে জেলে পাঠাতে পারে। আজ আদালতে এমনই বলল মহারাষ্ট্র সরকার।
১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণ মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের সাজা হয় সঞ্জয়ের। তিনি ২০১৩ সালের মে মাসে আত্মসমর্পণ করেন। সে বছরেরই ৮ জুলাই তিনি লম্বা ছুটি ও শর্তাধীনে মুক্তির আবেদন করেন। ২৫ জুলাই সেই আবেদন মঞ্জুর হয়। এ বিষয়েই প্রশ্ন তুলেছে বিচারপতি আর এম সাবন্ত ও সাধনা যাদবের ডিভিশন বেঞ্চ। বিচারপতিরা জানতে চেয়েছেন, সাজাপ্রাপ্ত বন্দি আত্মসমর্পণ করার দু মাসের মধ্যেই কীভাবে তাঁর ভাল ব্যবহারের বিষয়ে নিশ্চিত হল জেল কর্তৃপক্ষ? প্রথমে স্ত্রীর অসুস্থতার কথা বলে দীর্ঘ ছুটি পান সঞ্জয়। পরে মেয়ের অসুস্থতার জন্য শর্তাধীনে মুক্তি পান তিনি। অনেক সময়ই দেখা গিয়েছে, সাজাপ্রাপ্ত বন্দির মা অসুস্থ এবং মৃত্যুশয্যায়। কিন্তু তা সত্ত্বেও তাঁর ছুটি বা শর্তাধীনে মুক্তির আবেদন মঞ্জুর করা হয়নি। তাহলে সঞ্জয় কীভাবে মুক্তি পেলেন?
আদালতের এই প্রশ্নের জবাবে অ্যাডভোকেট জেনারেল আশুতোষ কুম্বাকোনি দাবি করেছেন, সঞ্জয়কে আলাদা কোনও সুবিধা দেওয়া হয়নি। রাজ্য ভুল করেছে মনে হলে আদালত ফের সঞ্জয়কে জেলে পাঠাতে পারে। এরপর বিচারপতি সাবন্ত বলেন, আদালত সঞ্জয়কে আবার জেলে পাঠানোর পক্ষে নয়। তবে ভবিষ্যতে যাতে এই ধরনের প্রশ্ন আর না ওঠে, সেটা নিশ্চিত করতে চান তাঁরা। এ বিষয়ে মহারাষ্ট্র সরকারকে দু সপ্তাহের মধ্যে বিস্তারিত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement