লালুপ্রসাদ জননেতা, কোর্টের রায়ে হতাশ: শত্রুঘ্ন
This tweet is in my personal capacity as a family friend, not in any political capacity...& don't care about paid trollers & Sarkari darbaris.
I am a firm believer in healthy politics & not in the politics of vendetta. I am certainly dissapointed by the judgement at Ranchi..1>2
— Shatrughan Sinha (@ShatruganSinha) January 7, 2018
এই অভিনেতা ও রাজনীতিবিদ ট্যুইটারে লিখেছেন, ‘আমি সুস্থ রাজনীতিতে বিশ্বাস করি, রাজনৈতিক প্রতিহিংসায় না। রাজনীতির জগতের লোক হিসেবে এ কথা বলছি না, পারিবারিক বন্ধু হিসেবে বলছি। কে কী বলল, তাতে আমার কিছু এসে যায় না। রাঁচির আদালতের রায়ে লালুপ্রসাদ যাদবের বন্ধু, অনুগামী, শুভানুধ্যায়ী ও পরিবারের সদস্যদের মতো আমিও হতাশ। আমি ভারতের বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু সংশ্লিষ্ট বিচারককে সম্মান জানিয়েও বলছি, রায় ও কঠোর সাজায় আমি ব্যথিত।’
...like millions of HIS friends, followers, well wishers & family members. While I hold the Indian Judiciary in very high esteem, still, with due respect to the Judge who delivered verdict, I must admit that I am quite anguished by the judgement & harsh punishment as ....2>3
— Shatrughan Sinha (@ShatruganSinha) January 7, 2018
শত্রুঘ্ন আরও লিখেছেন, ‘এই জননেতা (লালু) অবিলম্বে জামিনে মুক্তি পাবেন বলে আশা করছি। আশা করি তাঁর ব্যথিত পরিবার ও শুভানুধ্যায়ীরা উচ্চ আদালতে যাবেন এবং প্রত্যাশিত সুবিচার পাবেন। সেটা যত তাড়াতাড়ি হয় ততই ভাল।’
...also by the chain of unexpected, or shall I say expected events.
Considering that so many have been let off by the honourable court - welcome decisions those - for lack of direct evidence, wish the quantum of punishment was less harsh, or lesser by at least a few months..3>4
— Shatrughan Sinha (@ShatruganSinha) January 7, 2018
শত্রুঘ্ন বেশ কিছুদিন ধরেই দলের বিরুদ্ধে প্রকাশ্যে একের পর এক মন্তব্য করে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহকেও আক্রমণ করেছেন তিনি। এবার লালুপ্রসাদের কারাদণ্ড নিয়েও দলের নীতির বিরুদ্ধেই মতপ্রকাশ করলেন শত্রুঘ্ন।