Petrol-Diesel Price Hike: ১২ দিনে ১০ বার দাম বৃদ্ধি জ্বালানির, ভারতে সর্বকালীন রেকর্ড পেট্রোলের দামে
Petrol-Diesel Price Hike: পেট্রোল-ডিজেলের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে রান্নার গ্যাসের দামও। ক’দিন আগেই ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম একলাফে ৫০ টাকা বেড়েছে।
![Petrol-Diesel Price Hike: ১২ দিনে ১০ বার দাম বৃদ্ধি জ্বালানির, ভারতে সর্বকালীন রেকর্ড পেট্রোলের দামে Petrol-Diesel Price Hike: 10 times fuel prices increased in 12 days all time record price of petrol in India Petrol-Diesel Price Hike: ১২ দিনে ১০ বার দাম বৃদ্ধি জ্বালানির, ভারতে সর্বকালীন রেকর্ড পেট্রোলের দামে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/01/4e096b7972c172cabc9ac2082d70f49e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সত্যজিৎ বৈদ্য, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সুকান্ত মুখোপাধ্যায় ও সৌমিত্র রায়, কলকাতা: ১২ দিনে ১০ বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম (Fuel price hike)। আরও ৮৪ পয়সা বেড়ে লিটার প্রতি পেট্রোলের (petrol) দাম ১১২ টাকা ছাড়াল। লিটারে ৮০ পয়সা ডিজেলের (diesel) দাম ছাড়াল ৯৭ টাকার গণ্ডি। গত ১২ দিনে পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৬ টাকা ৮৪ পয়সা। গত ১২ দিনে ডিজেলের দাম লিটারে বেড়েছে ৬ টাকা ৪০ পয়সা।
জ্বালানির জ্বালা
পাঁচ রাজ্যে ভোটের ফল বেরনোর পর থেকে, লাগাতার বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। শনিবার আরও বেড়ে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রোলের দাম। আর ডিজেলের দাম পৌঁছোল সেঞ্চুরির আরও কাছে। এর মধ্যে মধ্যবিত্তের ওপর চাপ বাড়িয়ে, রান্নার গ্যাসের সিলিন্ডারের দামও একলাফে বেড়েছে অনেকটা।
উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে ভোটের ফল বেরনোর পর থেকেই, পেট্রোল-ডিজেলের দাম টপ গিয়ারে ওপরের দিকে ছুটছে। শনিবার পেট্রোল-ডিজেল কিনতে গেলে, দিতে হবে শুক্রবারের থেকে আরও একটু বেশি দাম।
ভারতের বুকে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রোল! জ্বালানির লাগাতার দাম বৃদ্ধিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। কিন্তু, চাপ কমানোর পরিবর্তে, লাগাতার বাড়ানো হচ্ছে দাম।
ঊর্ধ্বমখী পেট্রোল-ডিজেলের দাম
গত ১২ দিনে ১০ বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। এই ১২ দিনে পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি ৬ টাকা ৮৪ পয়সা। আর ডিজেলের দাম প্রতি লিটারে বেড়েছে প্রতি ৬ টাকা ৪০ পয়সা।
বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হাজার ছুঁইছুঁই। শুক্রবার বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দামও একলাফে বাড়ল আড়াইশো টাকা!
আর এই সার্বিক মূল্যবৃদ্ধির বোঝা এসে চাপছে সাধারণ মানুষের ঘাড়ে। সীমিত আয়ে সংসার চালাতে গিয়ে নাকানিচোবানি খাচ্ছে সাধারণ মধ্যবিত্ত। যাঁরা রোজ গাড়ি ব্যবহার করেন, তাঁদের এখন কার্যত কালঘাম ছুটছে!
সিঁথির বাসিন্দা কুণাল দের কথায়, '২০১৪ সালে কিনতাম ৬৫-৭০ টাকা প্রতি লিটার দিয়ে। এখন সেটা ১১০ টাকার ওপর। এরকম চললে গাড়ি চালিয়ে কাজ করব কীকরে? এরপর তো সাইকেল চালাতে হবে। হাতের বাইরে চলে যাচ্ছে।'
প্রভাস সর্দার পণ্যবাহী গাড়ি চালান। ২৫ বছর ধরে এই কাজ করছেন। তবে তাঁর দাবি, গত কয়েকবছরে জ্বালানির দাম যেভাবে বেড়ছে, তাতে গাড়ি চালানো মুশকিল হয়ে পড়ছে।
পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি মানে তো শুধু গাড়ির মালিকদের চিন্তা নয়। এর মানে পরিবহণের খরচ বাড়বে। ফলে আমাদের নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে।
আরও পড়ুন: Governor Jagdeep Dhankhar: রাস্তার মাঝে অসুস্থ? মাঝপথ থেকেই রাজভবনে ফিরলেন রাজ্যপাল, ফোনে খোঁজ মমতার
দাম বাড়ছে রান্নার গ্যাসেরও
পেট্রোল-ডিজেলের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে রান্নার গ্যাসের দামও। ক’দিন আগেই ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম একলাফে ৫০ টাকা বেড়েছে। সিলিন্ডার পিছু দাম ৯২৬ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৭৬ টাকা।
১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দামও একলাফে ২৫০ টাকা বেড়ে হল ২ হাজার ৩৫১ টাকা। গতমাসেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১০৫ টাকা বেড়েছিল। বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার হয়, হোটেল, রেস্তোরাঁয়। সিলিন্ডারের দাম বাড়ার ফলে অনিবার্যভাবে সেখানে খরচ বাড়বে।
সব মিলিয়ে মূল্যবৃদ্ধির চাপে সাধারণ মানুষের এখন হাঁসফাঁস অবস্থা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)