(Source: Poll of Polls)
Srirampur gym death: জিম করতে গিয়ে মাহেশের গাঙ্গুলীবাগানে মৃত যুবক
রিষড়া গ্লাস কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন অরূপ। কিন্তু সময় পেলেই শরীর চর্চা করতেন এই যুবক। জিমেও ভর্তি হয়েছিলেন। সেই জিম করতে গিয়েই মর্মান্তিক মৃত্যু হল তাঁর।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর: জিম করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের। মৃত যুবকের নাম অরূপ সিং। তাঁর বয়স মাত্র ২৬ বছর। শ্রীরামপুর এলাকার মাহেশে মৃতের বাড়ি। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।
ঘটনাটি ঘটেছে মাহেশের গাঙ্গুলী বাগান এলাকায়। রিষড়া গ্লাস কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন অরূপ। কিন্তু সময় পেলেই শরীর চর্চা করতেন এই যুবক। জিমেও ভর্তি হয়েছিলেন। কিন্তু এভাবে জিম করতে গিয়েই যে প্রাণ চলে যাবে, তা হয়ত কোনওভাবেই ভাবতে পারেননি অরূপ।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে মাহেশের গাঙ্গুলী বাগান এলাকায় সেই জিমে শরীর চর্চা করতে গিয়েছিলেন অরূপ। দোতলায় তখন সে একাই শরীর চর্চা করছিল বলে জানিয়েছেন জিমের মালিক বিদ্যুৎ দেবনাথ। কিন্তু ডাম্বল তোলার সময় হঠাৎ তা বুকের ওপর পরে যায়।
দীর্ঘক্ষন অরূপের কোনও সাড়া শব্দ না পেয়ে জিমের নীচে থাকা সবাই ওপরে যান কিছু হয়েছে কিনা তা দেখতে। তখনই সবাই ওপরে গিয়ে দেখেন যে অরূপ অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন মেঝেতে। জিমের লোকজনই তাঁকে তুলে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অরূপকে মৃত বলে ঘোষণা করেন।
তবে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করলেও এই নিয়ে পরিবারের অভিযোগ রয়েছে। মৃতের পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে যে এটা নিছক দুর্ঘটনায় মৃত্যু নয়। তাঁরা বলছেন যে অরূপকে নাকি মারধর করা হয়েছে। কারণ হিসেবেও পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে, অরূপ যে গেঞ্জি পরেছিলেন, সেখানে জুতোর ছাপও রয়েছে।
পরিবারের তরফে শ্রীরামপুর থানায় অভিযোগও জানানো হবে বলে জানানো হয়েছে। তবে এই ঘটনার পর থেকেই মাহেশের গাঙ্গুলী বাগান এলাকার সেই জিমটি যেখানে এই ঘটনাটি হয়েছে, তা বন্ধ রয়েছে। জিমের মালিকের পক্ষ থেকেও কোনও বক্তব্য পাওয়া যায়নি। কিন্তু প্রশ্ন উঠছে জিমের ট্রেনার সেই সময় কোথায় ছিলেন। জিমে অরূপের সঙ্গে আর কেউ না থাকলেও, এতটা সময় ধরে কেউ কেন কিছু বুঝতে পারলেন না, তা নিয়েও প্রশ্ন উঠছে।