RBI Penalty: এই দুই ব্যাঙ্ককে ৭৫ লক্ষ টাকা জরিমানা করল RBI, আপনার অ্যাকাউন্ট আছে ?
RBI Order: একটি বিবৃতিতে রিজার্ভ ব্যাঙ্ক আরও জানিয়েছে যে এইচডিএফসি ব্যাঙ্ক তাদের রিস্ক ক্যাটাগরির ভিত্তিতে বেশ কিছু গ্রাহকের তথ্য কেন্দ্রীয় ব্যাঙ্কের কাছে জমা করেনি।

RBI Penalizes Banks: দেশের সবথেকে বড় বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্কের (HDFC Bank) উপরে কড়া পদক্ষেপ করল আরবিআই। এই ব্যাঙ্ককে ৭৫ লক্ষ টাকা জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক এবং একইসঙ্গে এই জরিমানার তালিকায় রয়েছে আরও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কও। কেওয়াইসি সংক্রান্ত (RBI Penalty) কিছু নিয়ম-কানুন না মানার কারণে বা উল্লঙ্ঘন করার কারণে এই জরিমানা আরোপ করা হয়েছে বলে জানা গিয়েছে। আরবিআইয়ের (RBI Order) তরফ থেকে জারি করা বিবৃতি অনুসারে এই তথ্য জানা গিয়েছে। আর কোন ব্যাঙ্কের উপর জরিমানা ধার্য হল ?
এই বিবৃতিতে রিজার্ভ ব্যাঙ্ক আরও জানিয়েছে যে এইচডিএফসি ব্যাঙ্ক তাদের রিস্ক ক্যাটাগরির ভিত্তিতে বেশ কিছু গ্রাহকের তথ্য কেন্দ্রীয় ব্যাঙ্কের কাছে জমা করেনি। শুধু তাই নয়, কিছু কিছু গ্রাহককে এই ব্যাঙ্ক একাধিক আইডেন্টিফিকেশন কোড দিয়ে রেখেছে যেখানে একটিই মাত্র ইউনিক কাস্টমার আইডেন্টিফিকেশন কোড দেওয়ার কথা রয়েছে ব্যাঙ্কিং আইনে। ২০২৩ সালের ৩১ মার্চের মধ্যে এই ব্যাঙ্কের আর্থিক অবস্থা নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের তরফে তদন্তও করা হয়। আর এই তদন্তের ফলে রিজার্ভ ব্যাঙ্ক আরও অতিরিক্ত ১০ লক্ষ টাকা জরিমানা ধার্য করে কেএলএম অ্যাভিক্সা ফিনভেস্টের উপরে। এতি একটি নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সংস্থা, ২০২৩ সালের রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ মেনে এই সংস্থাটি আইনমাফিক ডিভিডেন্ড ঘোষণা করেনি।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাঁর বিবৃতিতে জানিয়েছে, কেএলএম অ্যাভিক্সা ফিনভেস্ট সংস্থা ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছিল, যদিও সেই সংস্থা বিগত শেষ তিন অর্থবর্ষে ন্যূনতম রেগুলেটরি যোগ্যতা পূরণ করতে পারেনি। শুধু এইচডিএফসি ব্যাঙ্কই নয়, রিজার্ভ ব্যাঙ্কের জরিমানার তালিকায় রয়েছে আরও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কও। পঞ্জাব অ্যান্ড সিন্দ ব্যাঙ্ককে ৬৮.২০ লক্ষ টাকা জরিমানা করেছে আরবিআই।
আরবিআই জানিয়েছিল যে সমস্ত ব্যাঙ্কের মধ্যে একটি লার্জ শেয়ারড রিস্ক মেনে সেন্ট্রালাইজড রিপোজিটরি তৈরি করতে হবে। ব্যাঙ্কিং পরিষেবার সার্বজনিক অ্যাক্সেস দিতে হবে এবং সাধারণ সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট স্কিম এই নিয়ম মেনেই চালু করতে হবে। ব্যাঙ্কিং পরিষেবার নিয়ন্ত্রক হিসেবে কাজ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্কিং নির্দেশিকা মানা হচ্ছে কিনা ঠিকমত তা নজরদারি করে কেন্দ্রীয় ব্যাঙ্ক। তবে জানানো হয়েছে যে এই মোটা অঙ্কের জরিমানার কারণে এই দুই ব্যাঙ্কের গ্রাহকদের উপরে কোনও প্রভাব পড়বে না, এমনকী ব্যাঙ্কিং পরিষেবাতেও কোনও বিঘ্ন ঘটবে না।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
