Weather Report: দক্ষিণবঙ্গে ফের কালবৈশাখীর পূর্বাভাস, হতে পারে শিলাবৃষ্টিও
কলকাতায় আজ, বৃহস্পতিবার মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তিও।
![Weather Report: দক্ষিণবঙ্গে ফের কালবৈশাখীর পূর্বাভাস, হতে পারে শিলাবৃষ্টিও Weather Report: Chance of rain and Kalbaisakhi in next 48 hours in south bengal Weather Report: দক্ষিণবঙ্গে ফের কালবৈশাখীর পূর্বাভাস, হতে পারে শিলাবৃষ্টিও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/08/7e18efe3bbda5b851c0d937cce866829_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টিও হতে পারে। বেলা বাড়লে গরম ও অস্বস্তি বাড়বে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আগামী ৪৮ ঘণ্টা ঝাড়খণ্ডে তাপপ্রবাহের সম্ভাবনা। তার প্রভাব পড়তে পারে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। ঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে রাজ্যে। আবারও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এতে গরম কমবে না, সঙ্গে অস্বস্তিও থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখী হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এমনকী, শিলা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। তবে ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি পেলেও হাসফাঁস গরম থেকে এখনই রেহাই নেই ৷
কলকাতায় আজ, বৃহস্পতিবার মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তিও। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫০ থেকে ৮৮ শতাংশ। বৃহস্পতিবার ও শুক্রবারের পাশাপাশি ঝড়বৃষ্টির সম্ভাবনা শনিবারেও রয়েছে দক্ষিণবঙ্গে ৷ ওই দিনই রাজ্যে চতুর্থ দফার ভোট ৷ কোথাও কোথাও ৫০-৬০ কিমি বেগে হাওয়া বইতে পারে ৷
উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গেও। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। সঙ্গে বইতে পারে হালকা ঝোড়ো হাওয়া।
কলকাতার পাশাপাশি আজ বৃহস্পতিবার এবং আগামিকাল, শুক্রবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় শিলাবৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। দুই ২৪ পরগনা, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতে ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)