Nobel Prize 2023 : নারী-পুরুষের বেতন বৈষম্য নিয়ে চোখ খুলে দেওয়া তথ্যের তালাশ, অর্থনীতিতে নোবেল ক্লদিয়া গলদিনের
Nobel Prize in Economics : ২০০৯ সালে এলিনর অস্ত্রম ও ২০১৯ সালে এস্তার ডাফলোর পর তৃতীয় মহিলা হিসেবে যে পুরস্কার পেলেন।
স্টকহোম : কাজ এক। পরিশ্রমও এক। মানসিক-শারীরিক ধকলও এক। কিন্তু পার্থক্য বেতনে। বিশ্বজুড়ে বিভিন্ন পেশা থেকে বিভিন্ন ক্ষেত্রে নারী ও পুরুষদের মধ্যে বেতনবৈষম্য নিয়ে চোখ খুলে দেওয়া নানা তথ্যের সন্ধান সামনে তুলে ধরেছিলেন তিনি। অর্থনীতি তাঁর বিষয় হলেও নিজের কাজের মাধ্যমে নারীশক্তির জয়গান যাতে নিশ্চিত হয়, সেই লড়াই ক্রমাগত লড়ে গিয়েছিলেন। আর সেই লড়াইয়ের যোগ্য সম্মান পেলেন ক্লদিয়া গলদিন (Claudia Goldin)। মার্কিন এই অর্থনীতিবিদ ও ঐতিহাসিক ২০২৩ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন। সোমবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি এফ সায়েন্সেসের (Royal Swedish Academy of Sciences) তরফে সোমবার বিবৃতি দিয়ে যে তথ্য জানানো হয়েছে।
চলতি বছরে অর্থনীতিতে নোবেল পুরস্কার পাচ্ছেন ক্লদিয়া গলদিন। কাজের বাজারে মহিলাদের শ্রমদানের হার ও লিঙ্গ তারতম্যে আর্থিক প্রাপ্তির ফারাক নিয়ে দীর্ঘদিন ধরে যে বৈষম্য হয়ে এসেছে, সেই তথ্যগুলিই বিস্তারিতভাবে নিজের বিভিন্ন সন্ধানে সামনে তুলে ধরেছেন ক্লদিয়া। এমনটাই জানানো হয়েছে বিবৃতিতে। পাশাপাশি হাভার্ডের অধ্যাপকের বিভিন্ন পরীক্ষালব্ধ ফলের জেরে লিঙ্গভেদে বেতন পার্থক্য যাতে ঘোচে সেই পথে এগোনো গিয়েছে।
১৯৬৯ সাল থেকে গত বছর পর্যন্ত অর্থনীতিতে নোবেল দেওয়া হয়েছে মোট ৫৪ বার। পেয়েছেন মোট ৯২ জন। ২৫ বার কোনও অর্থনীতিবিদ একা যে সম্মান পেয়েছিলেন। যে তালিকায় ছিলেন মাত্র দু'জন মহিলা। ২০০৯ সালে এলিনর অস্ত্রম ও ২০১৯ সালে এস্তার ডাফলোর পর তৃতীয় মহিলা হিসেবে যে পুরস্কার পেলেন। প্রসঙ্গত, ২০১৯ সালেই এস্তার ডাফলোর সঙ্গে তাঁর স্বামী তথা বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও পেয়েছিলেন নোবেল।
প্রসঙ্গত, কোভিডের ভ্যাকসিন আবিষ্কারের জন্য চিকিৎসাক্ষেত্রে, অ্যাটোমিক কোয়ান্টাম ডট খুঁজে বের করার জন্য পদার্থবিদ্যায়, সাহিত্যে নরওয়ের নাট্যকার থেকে শান্তিতে ইরানের সমাজকর্মী এবারে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন এর আগে। অর্থনীতিতে নোবেলের ঘোষণাই এবারের পুরস্কারের বিভিন্ন বিভাগের শেষ পুরস্কার ঘোষণা।
BREAKING NEWS
— The Nobel Prize (@NobelPrize) October 9, 2023
The Royal Swedish Academy of Sciences has decided to award the 2023 Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel to Claudia Goldin “for having advanced our understanding of women’s labour market outcomes.”#NobelPrize pic.twitter.com/FRAayC3Jwb
আরও পড়ুন- ইরানে নারীমুক্তি আন্দোলনের নেত্রী, জেলে থেকেই পেলেন নোবেল শান্তি পুরস্কার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial