Russia-Ukraine Conflict Live Updates 11 March: কিভ থেকে দূতাবাসের কর্মীদের সরাচ্ছে তুরস্ক
Russia-Ukraine Conflict Live Updates 11 March: প্রায় দু’সপ্তাহ আগে চোরনোবিল দখল করে রুশ সেনা। ইচ্ছাকৃত ভাবেই তারা চেরনোবিলের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ ইউক্রেনের।
LIVE
Background
কিভ: বেদখল হয়ে গেলেও, এত দিন কখন, কী ঘটছে, প্রতি মুহূর্তের খবর পৌঁছে যেত তাদের কাছে। কিন্তু চেরনোবিল পরমাণু কেন্দ্রের (Chernobyl Nuclear Plant) সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তাদের। তাই সেখানে কী ঘটছে, সে ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে তারা। আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়িয়ে এমনই দাবি করল ইউক্রেন সরকার (Russia Ukraine Conflict)।
গোটা বিশ্বে পরমাণু শক্তিধর সম্পন্ন রাষ্ট্রগুলির গতিবিধিতর উপর নজরদারি চালানো সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (IAEA)-কে এই বার্তা দিয়েছে ইউক্রেন সরকার। তা নিয়ে ওই সংস্থার তরফে একটি বিবৃতি জারি করা হয়। তাতে বলা হয়, ‘‘ইউক্রেন সরকার জানিয়েছে যে, একদিন আগে রাশিয়ার দখলে থাকা চেরনোবিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার পর থেকে আর চেরনোবিলের সঙ্গে যোগাযোগ নেই তাদের।’’
প্রায় দু’সপ্তাহ আগে চোরনোবিল দখল করে রুশ সেনা। ইচ্ছাকৃত ভাবেই তারা চেরনোবিলের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ ইউক্রেনের। যুদ্ধ মিটলেও সেখানে নতুন করে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা সম্ভব হবে কি না, তা নিয়ে সন্দিহান তারা। তবে এখনও পর্যন্ত কোনও অপ্রীতির ঘটনা সামনে আসেনি বলে জানানো হয়েছে।
অন্য দিকে, শুক্রবার ১৬ দিনে পা রাখল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সমাধানসূত্র বার করতে বৃহস্পতিবারও দুই দেশের মধ্যে বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা এবং রাশিয়ার বিদেশমন্ত্রী সেরগেই লাভরভ। কিন্তু সমাধানসূত্র অধরাই থেকে গিয়েছে। বরং ইউক্রেন সরকার জানিয়েছে যে, প্রাণে বাঁচতে কিভের অর্ধেক জনসংখ্যাই পালিয়ে গিয়েছে।
গতবছর প্রকাশিত একটি পরিসংখ্যান অনুযায়ী, ইউক্রেনের রাজধানী কিভে (Kiev Population) প্রায় ৩৫ লক্ষ মানুষের বসবাস। এর মধ্যে গত দু’সপ্তাহে ২০ লক্ষ মানুষই সেখান থেকে পালিয়ে গিয়েছেন। কিভের মেয়র ভিতালি ক্লিৎশ্চকো বলেন, ‘‘আমাদের কাছে যে তথ্য রয়েছে, সেই অনুযায়ী, প্রতি দু’জন কিভবাসীর মধ্যে একজন পলাতক।’’
Russia-Ukraine War Live Updates: কিভ থেকে দূতাবাসের কর্মীদের সরাচ্ছে তুরস্ক
কিভ থেকে দূতাবাসের কর্মীদের সরিয়ে নিল তুরস্ক। তুরস্কের বিদেশমন্ত্রক শুক্রবার এ কথা জানিয়েছে। তিনি বলেছেন, দূতাবাসের কর্মীরা নিরাপত্তাজনিত কারণে রোমানিয়ার সীমান্তবর্তী চেরনিভস্তিতে সরে যাবেন।
Russia-Ukraine Conflict Live Updates: রাশিয়ার ক্রিমিয়া দখলের সময় সরব হওয়া উচিত ছিল বিশ্বের, বললেন তুরস্কের প্রেসিডেন্ট
তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরডোগান বলেছেন, ২০১৪-তে রাশিয়ার ক্রিমিয়া দখলের সময় সারা বিশ্ব প্রতিবাদে সরব হলে ইউক্রেনে যুদ্ধ এড়ানো যেতে পারত।
Russia-Ukraine War Live Updates: রাশিয়ার বিরুদ্ধে বাণিজ্যক্ষেত্রে আরও কড়া পদক্ষেপের কথা জানালেন বাইডেন
রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিচ্ছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার ট্রেড স্ট্যাটাস কমানো হবে বলে জানিয়েছেন। একইসঙ্গে রুশ মদ, সামুদ্রিক খাদ্য, হিরের আমদানিতে নিষেধাজ্ঞার কথাও জানিয়েছেন বাইডেন।
Russia-Ukraine Conflict Live Updates: রাশিয়ার বিরুদ্ধে আরও ব্যাপক ও কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ফ্রান্সের
ইউক্রেন আক্রমণের প্রতিবাদে রাশিয়ার বিরুদ্ধে চাপ আরও বাড়াল ফ্রান্স। রাশিয়ার বিরুদ্ধে আরও ব্যাপক ও কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল মাকরঁ।
Russia-Ukraine War Live Updates: ইউক্রেনে রুশ আক্রমণকে কোনওভাবে জোটের সঙ্গে রাশিয়ার যুদ্ধে গড়াতে দেওয়া যাবে না, বললেন ন্যাটো প্রধান
ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেনে রুশ আক্রমণের জেরে কোনওভাবে জোটের সঙ্গে রাশিয়ার যুদ্ধে গড়াতে দেওয়া যাবে না।