এক্সপ্লোর
Income Tax: আয়কর জমা করছেন ? এই ৮ ভুল থেকে সাবধান
Income Tax Return Filing:

ছবি সৌজন্য- গেটি
1/10

আয়কর জমা দেওয়ার সময় চলে এসেছে। ২০২৩-২৪ অর্থবর্ষ শেষ হয়ে নতুন অর্থবর্ষ শুরু হয়েছে। আয়কর জমার তোড়জোড় চরমে এখন। ছবি- ফ্রিপিক
2/10

এই আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু ভুল এড়িয়ে চলতে হয় সচেতনভাবে। নাহলে বড় সমস্যায় পড়তে পারেন আপনিও। ছবি- ফ্রিপিক
3/10

প্রথমেই কোন ফর্মটি আপনার জন্য প্রযোজ্য তা সঠিকভাবে বুঝে নিতে হবে। প্রয়োজনে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের সঙ্গে কথা বলে সঠিক ফর্ম বেছে নিতে হবে। ছবি- ফ্রিপিক
4/10

ফিউচার এবং অপশনে কেউ যদি ট্রেড করেন, বিনিয়োগ করেন তাহলে তাঁর মুনাফা ও ক্ষতি উভয়ই বিচার করতে হবে করদাতার আইটিআরে। ছবি- ফ্রিপিক
5/10

কোনও সংস্থাকে বা কোনও ব্যক্তিকে, আত্মীয়কে দান করে থাকলে তাঁর হিসেবটিও সঠিক খাতে বসাতে হবে আয়কর জমার সময়। এই দানের বিনিময়ে কর ছাড় মেলে। ছবি- ফ্রিপিক
6/10

কোনও কোনও সংস্থা কর্মীদের ESOP দিয়ে থাকে, এগুলির জন্য সঠিক কর গণনা করা দরকার। আয়করের আইনে কী বলছে, তা জেনে এই কাজ করা দরকার। ছবি- ফ্রিপিক
7/10

এক বছরে দুই বা তাঁর বেশি চাকরি বদল হলে প্রত্যেক সংস্থার থেকে তাঁর আয়ের হিসেব করতে হবে পৃথকভাবে। বেতন, বোনাস সহ আরও কিছু টাকা পেয়ে থাকলে তাঁর হিসেব দেখাত হবে ITR ফাইলিংয়ের সময়। ছবি- ফ্রিপিক
8/10

ক্রিপ্টোতে বিনিয়োগ থাকলে তাঁর মুনাফাও করযোগ্য বলে গণনা করা হয়। এজন্য বিটকয়েনের লেনদেনের সমস্ত তথ্য হুবহু রেখে দেওয়া দরকার। ছবি- ফ্রিপিক
9/10

সুদ থেকে আয় হলে সেখান থেকে কেটে নেওয়া টিডিএসের উল্লেখ থাকতে হবে আইটিআর রিটার্নে। টিডিএস সার্টিফিকেট এবং ফর্ম ২৬এএস এজন্য জমা দেওয়া জরুরি। ছবি- ফ্রিপিক
10/10

ক্যাপিটাল গেইন ও কোনও জমি বিক্রি করে থাকলে সেই মুনাফাও করযোগ্য বলে বিবেচিত হয়। এর সঠিক তথ্য দিয়ে আইটিআর ফাইল করতে হয়। ছবি- পিটিআই
Published at : 14 May 2024 04:43 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
