এক্সপ্লোর
Fixed Deposit Scheme : যখন-তখন এটিএম থেকে তুলতে পারবেন FD-র টাকা, জেনে নিন কী এই স্কিম
SBI
1/6

State Bank Of India: শুনলে অবাক হবেন ! এবার থেকে ব্যাঙ্কের স্থায়ী আামনতের (FIxed Deposit)টাকা তুলতে পারবেন ATM থেকে। সম্প্রতি এমনই এক ফিক্সড ডিপোজিট (FD Scheme) স্কিম এনেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।
2/6

SBI fixed deposit scheme: স্কিমের নাম কী ? বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের একাধিক যোজনা থাকলেও এখনও জনপ্রিয়তার নিরিখে এগিয়ে ফিক্সড ডিপোজিট স্কিম। বিশে, করে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI দিচ্ছে ফিক্সড ডিপোজিট (FIxed Deposit) স্কিমের বহু সুযোগ। যেখানে মেয়াদকালের ওপর নির্ভর করছে আপনার সুদের হার।
Published at : 21 Feb 2022 01:42 AM (IST)
আরও দেখুন






















