এক্সপ্লোর
Billionaires Education Qualification: একসময়ে কলেজ ড্রপ-আউট! আজ টাকার পাহাড়ে বসে! কারা তাঁরা?
Billionaires Dropped Out of College: জীবনে সফল হতে গেলে পড়াশোনা করতেই হয়। কিন্তু সবসময় সাফল্যে পিছনে প্রথাগত পড়াশোনা থাকে না। নিজের যোগ্যতায় এঁরা পেয়েছেন পাহাড়প্রমাণ সাফল্য।

নিজস্ব চিত্র, ছবি: Pixabay
1/10

পড়াশোনা করে যে...গাড়িঘোড়া চড়ে সে। বাংলায় রয়েছে এই প্রবাদ। কিন্তু জীবনের সবক্ষেত্রে কি এই প্রবাদ মিলে যায়?
2/10

উন্নতি করার জন্য পড়াশোনার অবশ্য়ই প্রয়োজন। কিন্তু এমনও অনেকে রয়েছেন যাঁরা তথাকথিত ডিগ্রি ছাড়াই প্রথিতযশা। অনেকেই কলেজ থেকে ডিগ্রি না নিয়েও দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তৈরি করেছেন বিপুল বাণিজ্য-সাম্রাজ্য
3/10

বিল গেটস- (Bill Gates) ২ বছর পড়ে হার্ভার্ড ছেড়েছিলেন মাইক্রোসফট তৈরির জন্য়। এখন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। টেকদুনিয়ায় অত্যন্ত বড় নাম মাইক্রোসফট।
4/10

এলন মাস্ক (Elon Musk) স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ছেড়েছিলেন, তাঁর প্রথম সংস্থা তৈরির স্বপ্ন নিয়ে। তারপর ধাপে ধাপে উত্থাল। একাধিক সংস্থা পেরিয়ে টেসলা, স্পেস-এক্স-এর মালিক। এখন ট্যুইটারও কিনেছেন
5/10

হার্ভার্ডের পড়ুয়া ছিলেন ফেসবুকের মালিক মার্ক জাকারবার্গ (Mark Zuckerberg)। তিনিও কলেজ ড্রপ-আউট। ফেসবুক তৈরি করার স্বপ্ন দেখেছিলেন তখনই, কাজও শুরু করেছিলেন। এখন ফেসবুক বিশ্বের অন্যতম বৃহৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইন্সটাগ্রামও কিনেছেন।
6/10

বিশ্ব বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ব়্যালফ লরেন (Ralph Lauren) নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটির ড্রপ আউট। তাঁর তৈরি সংস্থা Ralph Lauren বিশ্বের প্রথম সারির ফ্যাশন ব্র্যান্ডের অন্যতম। আন্তর্জাতিক তারকারা এর মডেল।
7/10

অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জোবস রিড কলেজ মাঝপথে ছেড়েছিলেন। টেক-দুনিয়ায় তিনি লেজেন্ড। অ্যাপলকে এই উচ্চতায় নিয়ে যাওয়ার পিছনে রয়েছে তার মস্তিষ্ক এবং নিরলস সাধনা। বলা হয় তাঁর মার্কেটিং দক্ষতা নাকি অনবদ্য ছিল। আইপড থেকে আইফোন- ক্রেজ তৈরির নেপথ্যেও তিনি।
8/10

বিশ্ববিখ্যাত সফটঅয়্যার সংস্থা Oracle-এর প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনও দুটো বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট। এই সংস্থা এখন বিশ্বের প্রথম ২ সফটঅয়্যার প্রস্তুতকারী সংস্থার মধ্যে অন্যতম।
9/10

ট্যুইটারের প্রতিষ্ঠাতা Jack Dorsey-ও পরপর দুটি বিশ্ববিদ্যালয় থেকে মাঝপথে পড়াশোনা ছেড়েছিলেন।
10/10

Dell Technologies-এর প্রতিষ্ঠাতা Michael Dell টেক্সাস বিশ্ববিদ্যালয় ছেড়েছিলেন। পরে তিনি এই সংস্থা তৈরি করেন।
Published at : 07 Feb 2024 08:07 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
