এক্সপ্লোর
Tarapith : তারাপীঠে দেবী কী কী রূপে পূজিত হন দেবী? শনিবার জানুন মা তারাকে নিয়ে নানা বিশ্বাস-কথা
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/19/133baf040c32b2bf15e33f175ab50014_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মা তারাকে নিয়ে নানা বিশ্বাস-কথা
1/10
![বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছেই মন্দির নগরী তারাপীঠ। মা তারার মন্দির ও মন্দির-সংলগ্ন শ্মশানক্ষেত্রের জন্য বিখ্যাত এই সিদ্ধপীঠ ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/19/632a322fef796ea6941632d1a24aaddff6b35.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছেই মন্দির নগরী তারাপীঠ। মা তারার মন্দির ও মন্দির-সংলগ্ন শ্মশানক্ষেত্রের জন্য বিখ্যাত এই সিদ্ধপীঠ ।
2/10
![তারাপীঠ মহাশ্মশানে দূর দূরান্ত থেকে ভিড় করেন তন্ত্রসাধকররা। তাঁদের দেখতে ভিড় করেন ভক্তরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/19/4ea5016016cee2d2625ff0bd5745d25711d06.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তারাপীঠ মহাশ্মশানে দূর দূরান্ত থেকে ভিড় করেন তন্ত্রসাধকররা। তাঁদের দেখতে ভিড় করেন ভক্তরা।
3/10
![তারাপীঠ মহাশ্মশানের শ্বেত শিমূল গাছের নিচে বসে সাধনা করেন সাধক বামদেব। ভক্তকে নিরাশ করেননি মা তারা। দেখা দেন বামদেবকে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/19/959d5712df28e4e471886e39a861b4c05a1f0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তারাপীঠ মহাশ্মশানের শ্বেত শিমূল গাছের নিচে বসে সাধনা করেন সাধক বামদেব। ভক্তকে নিরাশ করেননি মা তারা। দেখা দেন বামদেবকে
4/10
![কথিত আছে, একবার দেবীর মাতৃরূপ দর্শন চান বশিষ্ঠ মুনি৷ দেবীও নিরাশ করেননি৷ মাতৃরূপে দর্শন দেন দেবী। এখানেই তপস্যা করে সিদ্ধিলাভ করেন তারামায়ের ভক্ত বামাক্ষ্যাপা। ফলে এটি সিদ্ধ পীঠ হিসেবেও পরিচিত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/19/67183489e59775c70b2b72bd003144a3f5ef7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কথিত আছে, একবার দেবীর মাতৃরূপ দর্শন চান বশিষ্ঠ মুনি৷ দেবীও নিরাশ করেননি৷ মাতৃরূপে দর্শন দেন দেবী। এখানেই তপস্যা করে সিদ্ধিলাভ করেন তারামায়ের ভক্ত বামাক্ষ্যাপা। ফলে এটি সিদ্ধ পীঠ হিসেবেও পরিচিত।
5/10
![কৌশিকী অমাবস্যায় হিন্দু তন্ত্রমতে, এই তিথিতে কঠোর তপস্যায় আশাতীত ফল মেলে। সাধক কুলকুণ্ডলিনী চক্রকে জয় করতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/19/45273a7bf7508e0ccd5abe5996e0bceeec172.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কৌশিকী অমাবস্যায় হিন্দু তন্ত্রমতে, এই তিথিতে কঠোর তপস্যায় আশাতীত ফল মেলে। সাধক কুলকুণ্ডলিনী চক্রকে জয় করতে পারে।
6/10
![কৌশিকী অমাবস্যায় তন্ত্র মতে এই রাতকে 'তারা রাত্রি'ও বলা হয়৷ এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দরজা মুহূর্তের জন্য খোলে ও সাধক নিজের ইচ্ছা মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি সাধনার মধ্যে আত্মস্থ করেন ও সিদ্ধি লাভ করেন৷](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/19/e856985c13e215d2cbd524b3288d08beaa90c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কৌশিকী অমাবস্যায় তন্ত্র মতে এই রাতকে 'তারা রাত্রি'ও বলা হয়৷ এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দরজা মুহূর্তের জন্য খোলে ও সাধক নিজের ইচ্ছা মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি সাধনার মধ্যে আত্মস্থ করেন ও সিদ্ধি লাভ করেন৷
7/10
![কালীকে শুধুমাত্র মাতারা রূপে নয়, রাজরাজেশ্বরী, একজটা বা নীল সরস্বতী রূপেও পুজো করা হয় ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/19/0ad3c66079ba34f703e4af923bc216375eb5a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কালীকে শুধুমাত্র মাতারা রূপে নয়, রাজরাজেশ্বরী, একজটা বা নীল সরস্বতী রূপেও পুজো করা হয় ।
8/10
![কিংবদন্তী বলে, সমুদ্রমন্থনের সময়, বিষপান করে নীলকণ্ঠ হয়েছিলেন মহাদেব ৷ তাঁকে স্তন্যপান করিয়ে বিষমুক্ত করেছিলেন তারা ৷ তারাপীঠের তারা মা উগ্রতারা রূপেই পূজিত হন৷](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/19/af0c5187ff8ba0db6d84d967c5617c86ee2b0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিংবদন্তী বলে, সমুদ্রমন্থনের সময়, বিষপান করে নীলকণ্ঠ হয়েছিলেন মহাদেব ৷ তাঁকে স্তন্যপান করিয়ে বিষমুক্ত করেছিলেন তারা ৷ তারাপীঠের তারা মা উগ্রতারা রূপেই পূজিত হন৷
9/10
![এছাড়া এখানে তন্ত্র অনুসারে ব্রহ্মের সাধনা করা হয়৷ দ্বিতীয় মহাবিদ্যায় তারার রূপ কল্পনাও অপূর্ব](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/19/4b2dbbb1bbb0aeb8c577d8d77fd8a2a000e48.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এছাড়া এখানে তন্ত্র অনুসারে ব্রহ্মের সাধনা করা হয়৷ দ্বিতীয় মহাবিদ্যায় তারার রূপ কল্পনাও অপূর্ব
10/10
![তিনি একজটা ও নীলসরস্বতী নামেও পূজিতা হন৷ শনিবার মা তারার মন্দিরে ভক্ত সমাগম হয় বিস্তর। দেবী মা-কে পুজো দিলে মনোকামনা পূর্ণ হয় বলে ভক্ত মনে গভীর বিশ্বাস।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/19/2f443eb2595433eb21e06d137d9d74e42700f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তিনি একজটা ও নীলসরস্বতী নামেও পূজিতা হন৷ শনিবার মা তারার মন্দিরে ভক্ত সমাগম হয় বিস্তর। দেবী মা-কে পুজো দিলে মনোকামনা পূর্ণ হয় বলে ভক্ত মনে গভীর বিশ্বাস।
Published at : 19 Feb 2022 10:17 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)