এক্সপ্লোর
Chandi Mela: রায়চোধুরী বংশের হাত ধরে শুরু হয়েছিল পুজো, চন্ডীমেলা ঘিরে আজও একই আমেজ বড়িশায়
রায়চোধুরী বংশের হাত ধরে শুরু হয়েছিল পুজো, চন্ডীমেলা ঘিরে আজও একই আমেজ বড়িশায়
চন্ডীমেলা ঘিরে জমজমাট বড়িশা
1/10

প্রতিবছর অগ্রহায়ণ মাসের শুক্লাষ্টমী তিথিতে বড়িশায় পূজিতা হন সাবর্ণদের দেবী চণ্ডী। পুজো উপলক্ষ্যে পাশের মাঠেই বসে বিশাল মেলা। ইংরেজ জমানার কলকাতা জমিদারি ছিল সাবর্ণ রায়চৌধুরী বংশের।
2/10

এই রায়চৌধুরী পরিবারের বংশধর ছিলেন সন্তোষ রায়চৌধুরী। সন্তোষ রায়চৌধুরীর বংশধর মহেশচন্দ্র রায়চৌধুরী ১৭৯২ সালে নিজের বাড়িতে চণ্ডীদেবীর আরাধনা শুরু করেন। উল্লেখ্য, এই সন্তোষ রায়চৌধুরী সপ্নাদেশ পেয়ে কালীঘাটের মন্দির তৈরি করিয়েছিলেন।
Published at : 24 Dec 2023 08:56 PM (IST)
আরও দেখুন






















