এক্সপ্লোর
Lok Sabha Polls 2024: 'কারও নাগরিকত্ব যাবে না..', প্রচারে বেরিয়ে CAA নিয়ে অভয়বার্তা বিজেপি পার্থী সুকান্তের
Sukanta Vote Campaign : ছাতা হাতে নিয়েই দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে ভোট প্রচারে বেরোলেন সুকান্ত মজুমদার, তুললেন একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রশ্ন..

'কারও নাগরিকত্ব যাবে না..', প্রচারে বেরিয়ে CAA নিয়ে অভয়বার্তা বিজেপি পার্থী সুকান্তের
1/10

বৃষ্টি মাথায় করেই লোকসভা ভোটের প্রচারে, দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।
2/10

'বাংলায় ২৫ এর বেশি আসনে জয় আনবেই বিজেপি', ইতিমধ্যেই ফের ভবিষ্যতবাণী করেছেন অমিত শাহ।
3/10

আর আজ এই ইস্যুতেই সুকান্ত বলেন, 'দেখুন উনি তো ৩৫ এর টার্গেট দিয়ে গিয়েছেন। আমরা ২৫ এর উপরেই উঠব, চিন্তা নেই।'
4/10

তবে শুধুই শাহ-র লক্ষ্যমাত্রা নিয়েই কথা বললেন না তিনি, ক্ষোভের আগুন ছড়িয়েছে আরও একাধিক বিষয়েও। বোঝা গেল বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য প্রকাশে।
5/10

CAA বিরোধিতায় সুর চড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপরেই সুকান্ত বলেন, সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন। কারও নাগরিকত্ব যাবে না।
6/10

'আমি গ্যারান্টি দিচ্ছি।যার নাগরিকত্ব চলে যাবে, তাঁর নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব এই সুকান্ত মজুমদারের', নিজের দিকে হাত দেখিয়ে দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি।
7/10

উত্তর ২৪ পরগনায় দক্ষিণ হাবরার সভা থেকে পাল্টা তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দেন শুভেন্দু অধিকারী। বলেন,একজনেরও যদি নাগরিকত্ব যায় তাহলে আমি বিধায়ক পদ থেকে পদত্য়াগ করব।
8/10

আর একজনেরও যদি নাগরিকত্ব না যায়, আপনি পদত্য়াগ করবেন তো। করবেন তো আপনি?' সম্প্রতি বলেন শুভেন্দুও।
9/10

অভিষেককে তলবের ইস্যুতে 'সুপ্রিম' নির্দেশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে এদিন সুকান্ত বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে তো আমরা বেশি কিছু বলতে পারবো না। কিন্তু মানুষের মনে কতগুলি প্রশ্ন জাগছে। যে ডিএ মামলার শুনানি হচ্ছে না।
10/10

সুকান্ত বলেন, অথচ এই সুপ্রিম কোর্টেই কপিল সিব্বলের মতো উকিল বাবুরা, অভিষেকের মতো চোরেদের কেস নিয়ে যাচ্ছেন। ফটাফট শুনানি হয়ে যাচ্ছে।
Published at : 21 Mar 2024 07:10 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
