এক্সপ্লোর
Ritabhari Chakraborty: শেষ হল 'বহুরুপী'-র শ্যুটিং, সেট থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন ঋতাভরী
Entertainment News Update: 'ফাটাফাটি' ছবিটির পরে, বহুরূপী ছবিতে ফের একসঙ্গে জুটি হিসেবে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে ঋতাভরীকে। আজ শ্যুটিংয়ে ছিলেন আবিরও।

আবির-ঋতাভরী জুটির ছবি মুক্তি পুজোয়
1/10

বড়পর্দায় নতুন চরিত্র নিয়ে আসছের ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। আজ শেষ হল শিবপ্রসাদ-নন্দিতার নতুন ছবি 'বহুরূপী' (Bohurupi)-র শ্যুটিং।
2/10

'ফাটাফাটি' (Fatafati) ছবিটির পরে, বহুরূপী ছবিতে ফের একসঙ্গে জুটি হিসেবে আবির চট্টোপাধ্যায়ের (Abir Chatterjee) সঙ্গে দেখা যাবে ঋতাভরীকে। আজ শ্যুটিংয়ে ছিলেন আবিরও।
3/10

সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে নিয়েছেন ঋতাভরী, সেখানে প্রায় গোটা টিমের ছবিই রয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করেছেন ঋতাভরীই।
4/10

'রক্তবীজ' (Roktobeej)-এর পরে ফের আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-কে নিয়ে পুজোর ছবি পরিকল্পনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)।
5/10

এবারের পুজোর ছবিও থ্রিলারধর্মী। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee)।
6/10

ঋতাভরীর শেয়ার করে নেওয়া ছবিতে এই ছবিতে বেশ অন্যরকম। বধূবেশের এই ছবি ঋতাভরী ইচ্ছা করেই সাদা-কালো করে দিয়েছেন যাতে প্রকাশ্যে না আসে লুক। তবে তাঁকে এই লুকে দেখে বোঝা যায়, গল্পে ট্যুইস্ট রয়েছে।
7/10

পরিচালনার পাশাপাশি, এই ছবিতে অভিনেতা হিসেবেও পাওয়া যাবে শিবপ্রসাদকে। সবকিছু ঠিকঠাক থাকলে, এই প্রথম অভিনেতা শিবপ্রসাদের ছবি মুক্তি পাবে পুজোয়।
8/10

সত্যঘটনা নির্ভর এই ছবির প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত। তৎকালীন সমাজে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার ওপর কেন্দ্র করেই এই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে।
9/10

শ্যুটিং শেষের পরের ছবি। সহকারী ও বন্ধুর সঙ্গে কাজ উদযাপনে ব্যস্ত ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করে নিয়েছেন এই ছবি।
10/10

শিবপ্রসাদ জানিয়েছেন, শুধু সিনেমা নয়, তৈরি করা হচ্ছে একটি তথ্যচিত্রও। যাঁরা এই সমস্ত ঘটনার সাক্ষী, তাঁরা এখনও জীবিত। অনেকেই সশরীরে জবানবন্দী দিয়েছেন, সাহায্য করেছেন ছবির চিত্রনাট্য নির্মাণে। সেই সমস্ত মুহূর্তকেও ফ্রেমবন্দি করে রাখা হয়েছে তথ্যচিত্রের জন্য।
Published at : 14 May 2024 12:05 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
লাইফস্টাইল-এর
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
