এক্সপ্লোর
Neha Kakkar Birthday: নেহা কক্করের জন্মদিনে তাঁর গাওয়া সেরা ১০টি গান

নেহা কক্কর
1/10

তিনি বলিউডের অন্যতম গায়িকা। খুব অল্প সময়েই বিটাউনে নিজের জায়গা পাকা করে ফেলেছেন তিনি। আজ তাঁর জন্মদিন। নেহা কক্কর।
2/10

২০২০ সালেবিয়ে করেছেন বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর (Neha Kakkar)। মনের মানুষ রোহনপ্রীত সিংহের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় নেহা। জীবনের বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন তিনি।
3/10

আজ নেহার জন্মদিন। প্রথম 'ককটেল' ছবি-এর 'সেকেন্ড হ্য়ান্ড জওয়ানি' গানটি গেয়ে প্রথম প্রচারের আলোয় আসেন নেহা।
4/10

'কপূর অ্যান্ড সনস' ছবির 'লড়কি বিউটিফুল কর গ্যায়ি চুল' গানটি মনে আছে? যে কোনও পার্টিতে এই গানটা বাজলে কেউই বসে থাকতে পারতেন না। পর্দায় সিদ্ধার্থ-আলিয়ার জমাটি নাচও দাগ কেটেছিল সবার মনে। এই গানটি গেয়েছিলেন নেহা কক্কর।
5/10

'ইয়ারিয়াঁ' ছবির 'আজ ব্লু হ্য়ায় পানি পানি' গানটি গেয়েছিলেন নেহা কক্কড়। এই ছবির দৃশ্যায়ন ছিল একটি পুল পার্টির।
6/10

'গব্বর ইজ ব্যাক' ছবির 'আয়াও রাজা' গানটি গেয়েছিলেন নেহা। পর্দায় এই গানের সঙ্গে চিত্রাঙ্গদার লাস্যময়ী নাচ মন কেড়েছিল দর্শকদের।
7/10

বাদশার গান 'কালা চশমা' গেয়েছিলেন নেহা। পর্দায় এই গানের সঙ্গে জমিয়ে নাচ করেছিলেন ক্যাটরিনা কইফ ও সিদ্ধার্থ মলহোত্র
8/10

'ম্যায় তেরা বয়ফ্রেন্ড'-এর মতো জমাটি গানে অরিজিৎ সিংহের সঙ্গে গলা মিলিয়েছিলেন নেহা কক্কড়।
9/10

নোরা ফতেহি যে দিলবর গানে নাচ করে দর্শকদের মন জয় করেছিলেন, সেই গানের পিছনেও ছিল নেহা কক্করের কন্ঠ।
10/10

সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগেই নেহা কক্করের অন্তঃসত্তা হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল। সেই গুঞ্জনকে নস্যাৎ করেছেন নেহা।
Published at : 06 Jun 2022 05:11 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
লাইফস্টাইল-এর
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
