এক্সপ্লোর
KK Demise: গানে-গান স্যালুটে 'বিদায়' শিল্পীকে

নিজস্ব চিত্র।
1/10

মঙ্গলবার রাতে কলকাতায় আকস্মিক প্রয়াণ ভারতবিখ্যাত সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথের। সঙ্গীতজগতে এবং অনুরাগীদের মধ্যে যিনি পরিচিত কে কে-নামেই। রাতেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। বুধবার সকালে রবীন্দ্রসদনে তাঁকে রাজ্য সরকারের তরফে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
2/10

এদিনই সকালে বাঁকুড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী গান স্যালুট দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেইমতোই মমতা বন্দ্যোপাধ্যায়ও এসে পৌঁছন রবীন্দ্রসদনে। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের একাধিক মন্ত্রী ও আধিকারিকরা।
3/10

সঙ্গীতশিল্পীর প্রয়াণে সকালেই শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে টুইট করে মমতা লিখেছিলেন, 'বলিউডের প্লে ব্যাক গায়ক কে কে-র আকস্মিক ও অকালমৃত্যুতে আমরা মর্মাহত। সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা, তাঁর শেষকৃত্য, পরিবারকে সহায়তা দিতে গতকাল রাত থেকেই কাজ করছেন আমার সহকর্মীরা। গভীর সমবেদনা জানাই।'
4/10

বুধবার সকালেই মুম্বই থেকে কলকাতা এসে পৌঁছয় প্রয়াত শিল্পীর পরিবার। তাঁদের সঙ্গেসঙ্গেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীর পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
5/10

রবীন্দ্রসদনে রাজ্য সরকারের তরফে গাল স্যালুট জানানো হয় প্রয়াত শিল্পীকে। শিল্পীকে শেষ বারের মতো দেখতে ভিড় জমিয়েছিলেন অসংখ্য অনুরাগী।
6/10

মঙ্গলবার রাতে নজরুল মঞ্চে একটি কলেজের অনুষ্ঠান চলাকালীন তিনি অসুস্থ বোধ করেন। অনুষ্ঠানের পর হোটেলে ফিরে যান। সেখানে ফের অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বেসরকারি একটি হোটেলে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
7/10

কে কে-র মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা ভারত। রাজনীতি, ক্রীড়া থেকে বিনোদন, সব ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা দুঃখপ্রকাশ করেন। টুইট ভেসে যায় শোকবার্তায়।
8/10

সঙ্গীতশিল্পী কে কে-র মৃত্যুতে নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনও কারণে সঙ্গীতশিল্পীর মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। এদিন গ্র্যান্ড হোটেলে যান কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা ও ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার। গ্র্যান্ড হোটেলের শিফট ম্যানেজার, হোটেল কর্মী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ।
9/10

রবীন্দ্রসদনে বারবার কান্নায় ভেঙে পড়তে দেখা যায় কে কে-এর স্ত্রীকে। তাঁকে সান্ত্বনা দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। সান্ত্বনা দেন পরিবারের অন্য সদস্যদেরও।
10/10

এদিন রবীন্দ্রসদনে গান স্যালুটে পর মরদেহ পৌঁছয় কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে বিমানে দেহ পৌঁছচ্ছে মুম্বই। সূত্রের খবর, সেখানেই ভারসোভাতে শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে।
Published at : 01 Jun 2022 06:15 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
