ঠিক এক বছর আগে মুক্তি পেয়েছিল দিল বেচারা। প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত অভিনীত শেষ ছবি।
2/8
পরিচালক মুকেশ ছাবরার প্রথম ছবি এটি। আর এই ছবির মাধ্যমেই বলিউডে মুখ্য চরিত্রে হাতে খড়ি হয় সঞ্জনার সিংঘির।
3/8
দিল বেচারার বর্ষপূর্তি উপলক্ষে অদেখা ছবি শেয়ার করলেন সঞ্জনা।
4/8
ছবি শেয়ার করার পাশাপাশি দিল বেচারার গোটা টিমের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
5/8
সঞ্জনা লিখেছেন, “কিজি বসুর চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়া যথেষ্ট সম্মানের।’’
6/8
একইসঙ্গে তিনি লেখেন, “মুকেশ, সুশান্ত, রহমান স্যার, সেতু স্যার, স্বস্তিকা, শশাঙ্ক স্যার, শাশ্বত দা, প্রীতম দা, সাহিলের মতো প্রতিভাদের সঙ্গে কাজ করার সুযোগ ভোলার মতো নয়।’’
7/8
রকস্টার ছবিতে শিশু চরিত্রে অভিনয় করেছেন সঞ্জনা।
8/8
এছাড়া হিন্দি মিডিয়াম, ফুকরে রিটার্নস, ওম: দ্য ব্যাটল উইদিন ছবিতেও অভিনয় করেছেন তিনি।