এক্সপ্লোর
নারী দিবস প্রতিদিনের, বুঝিয়েছেন যে নারী চরিত্ররা

ফাইল ছবি
1/9

আজ আন্তর্জাতিক নারী দিবস। মহিলাদের জন্য বিশেষ এক দিন। কিন্ত নারী দিবস একদিনের নয়, নারী দিবস ৩৬৫ দিনের। আর এই কথা বারবার প্রমাণ করেছেন বলিউডের অভিনেত্রীরা। নারী কেন্দ্রিক ছবির চরিত্রের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন অর্ধেক নয়, পুরো আকাশটাই মহিলাদের। ঘরোয়া এক মহিলার জীবন কাহিনি নিয়ে ছবি থাপ্পাড়। যিনি নির্যাতনের শিকার হন। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তাপসী পান্নু। বহু মানুষের মনে দাগ কেটেছিল এই ছবি। ছবির মূল বিষয়বস্তু ছিল নারীর অধিকার, সম্মান নিয়ে প্রশ্ন তোলা।
2/9

২০১৭ সালে মম ছবিতে অভিনয় করেন শ্রীদেবী। আইনের ফাঁক দিয়ে বা তার সুবিধা নিয়ে অনেকে সাজা পাননা। এই ঘটনাই ঘটে শ্রীদেবীর মেয়ের সঙ্গে। আর এরপরই মেয়ের জন্য লড়াইয়ে নামেন মা।
3/9

পার্চেদ ছবি সমাজের চোখ খুলে দিতে পারে। আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে মহিলাদের অবস্থা কী, এই ছবিতে স্পষ্টভাবে ফুটে উঠেছে।
4/9

২০১৬ সালে মুক্তি পাওয়া নীল বাত্তে সান্নাতা ছবি সবার মন জয় করেছিল। একজন সিঙ্গেল মা এবং মেয়ের জীবন কাহিনি নিয়ে তৈরি এই ছবি। ছবিতে দেখা যায় অঙ্ক করতে নারাজ মেয়ে। আর মেয়ের লেখাপড়ার জন্য স্কুলে ভর্তি হন মা। এই ছবিতে অভিনয় করেন স্বরা ভাস্কর।
5/9

সুজয় ঘোষ পরিচালিত কাহানি ছবি মুক্তি পায় ২০১২ সালে। একজন নারীর স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার কাহিনি নিয়ে তৈরি এই ছবি। একইসঙ্গে স্বামীর অপূর্ণ কাজও করেন।
6/9

ইংলিশ ভিংলিশ ছবিতে অভিনয় করেন শ্রীদেবী। ২০১২ সালে মুক্তি পায় এই ছবি। ইংরাজি ভাষা তাঁর না জানা নিয়ে এই ছবি। কীভাবে সেই সমস্যা সমাধান করলেন? তা নিয়েই এই কাহিনি।
7/9

এয়ারহস্টেজ নীরজা ভানুটের জীবন কাহিনি নিয়ে তৈরি হয় এই ছবি। এই চরিত্রে অভিনয় করেন সোনম কপূর। জাতীয় পুরষ্কার পাওয়া এই ছবি দেখিয়েছিল কীভাবে কীভাবে একজন এয়ারহস্টেজ সবার প্রাণ বাঁচিয়ে নিজে মৃত্যু বরণ করে নিয়েছিলেন।
8/9

হবু বর বিয়ে ভেঙে দিয়েছেন। আর তারপরই নিজেকে ভালবাসতে শুরু করেন নারী চরিত্র। যেখানে অভিনয় করেন কঙ্গনা রানাওয়াত। পরিবারের সঙ্গে লড়াই করেন নিজের জীবনকে চিনতে শুরু করেন তিনি।
9/9

২০১৪ সালে মুক্তি পায় ইমতিয়াজ আলির ছবি হাইওয়ে। শৈশবকালে, শিশুরা শোষণের অর্থ বুঝতে পারে না, তাই অনেক সময় চারপাশের লোকেরা তাদের সুযোগ নিতে শুরু করে। ইমতিয়াজ আলি আমাদের সমাজের এই অন্ধকার দিক উত্থাপন করেছিলেন।
Published at : 08 Mar 2021 08:24 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
