এক্সপ্লোর
INS Imphal:নৌসেনাকে কতটা এগিয়ে নিয়ে যাবে INS Imphal? কী কী রয়েছে এতে?
Indian Navy:ঠিক কতটা শক্তিশালী ভারতীয় নৌসেনার নতুন গাইডেড মিসাইল ড্রেস্টয়ার? একঝলকে দেখে নেওয়া যাক তার নানা 'সাজসজ্জা'...

নৌসেনাকে কতটা এগিয়ে নিয়ে যাবে INS Imphal? কী কী রয়েছে এতে? (ছবি:PTI)
1/8

গত বছরের একেবারে শেষ সপ্তাহে আনুষ্ঠানিক ভাবে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছে দেশীয়ভাবে নির্মিত প্রথম যুদ্ধজাহাজ,আইএনএস ইম্ফল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ সেই অনুষ্ঠানে এসেছিলেন। ভারতীয় নৌসেনাকে ঠিক কতটা শক্তিশালী করবে এই যুদ্ধজাহাজ? (ছবি:PTI)
2/8

এই যুদ্ধজাহাজটির ওজন ৭,৪০০ টন ও মোট দৈর্ঘ্য ১৬৪ মিটার। সারফেস-টু-সারফেস মিসাইল এবং জাহাজ ধ্বংসকারী মিসাইল এবং টর্পেডো দিয়ে সজ্জিত। (ছবি:PTI)
3/8

আইএনএস ইম্ফল একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ। ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো একটি নকশার নেপথ্যে রয়েছে।(ছবি:PTI)
4/8

যুদ্ধজাহাজটি তৈরিতে ৭৫ শতাংশ দেশীয় সামগ্রী ব্যবহার করা হয়েছে। জাহাজটির গতি ৫৬ কিলোমিটার প্রতি ঘণ্টা। জাহাজটি অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত। ৪৫ দিন সমুদ্রে ভেসে থাকতে পারবে রণতরীটি। ৫০ জন অফিসার ও ২৫০ জন নাবিক থাকবেন।(ছবি:PTI)
5/8

এই জাহাজটির অন্তর্ভুক্তির ফলে ভারতীয় নৌবাহিনীর শক্তি বহুগুণ বৃদ্ধি পাবে। পশ্চিম পাকিস্তান হোক পূর্বে চিন, এই যুদ্ধজাহাজ শত্রু পক্ষকে এক নিমেষে ঘায়েল করতে সক্ষম। (ছবি:PTI)
6/8

এতে ৩২টি বারাক ৮ মিসাইল, ১৬টি ব্রহ্মোস অ্যান্টি শিপ মিসাইল, চারটি টর্পেডো টিউব, দু'টি অ্যান্টি সাবমেরিন রকেট লঞ্চার, সাত ধরনের বন্দুক রয়েছে।(ছবি:PTI)
7/8

নিউক্লিয়ার, বায়োলজিক্যাল বা কেমিক্যাল যে ধরনের যুদ্ধ পরিস্থিতিই তৈরি হোক না কেন, নৌবাহিনীর দাবি, এই আইএনএস ইম্ফলের উচ্চ মাত্রার অটোমেশন এবং কঠিন আড়াল যুদ্ধজাহাজকে অক্ষত রাখতে পারবে।(ছবি:PTI)
8/8

(২০ অক্টোবর এই জাহাজ ভারতীয় নৌ বাহিনীর হাতে এলেও মঙ্গলবার ২৬ ডিসেম্বর এটি মোতায়েন করা হয় প্রথম। এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে এই যুদ্ধজাহাজ আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে ভারতীয় নৌ-সেনায়। (ছবি:PTI)
Published at : 02 Jan 2024 02:38 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
