এক্সপ্লোর
India Coronavirus: করোনা সংক্রমণ এড়াতে বাংলায় বন্ধ স্কুল-কলেজ, একনজরে অন্যান্য রাজ্য জারি কী বিধিনিষেধ

Corona Restrictions increased in many states
1/8

দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা গত কয়েকদিন ধরেই বাড়ছে। এই পরিস্থিতি কপালে চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে। সংক্রমণ দ্রুতহারে বৃদ্ধি পাওয়ায় অনেকের মনেই প্রশ্ন উঠেছে, তাহলে কি করোনার আরও একটি ঢেউ চলে এল। এর মধ্যে বিভিন্ন মহলের পক্ষ থেকে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
2/8

সারা বিশ্বজুড়েই করোনা আক্রান্তর সংখ্যা নতুন করে বাড়ছে। উদ্বেগ বাড়িয়েছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন। ভারতেও একাধিক রাজ্যে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলিছে।
3/8

iআর এই ভ্যারিয়েন্টকে অতিসংক্রামক বলা হচ্ছে। ভারতের ওমিক্রন আক্রান্তর সংখ্য়াও বাড়ছে। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া বিধিনিষেধ চালু করা হয়েছে। নাইট কার্ফু থেকে শুরু করে ১৪৪ ধারা জারি, সেইসঙ্গে স্কুল-কলেজ বন্ধ রাখার মতো ঘোষণাও করা হয়েছে। দেখে নেওয়া যাক- কোন রাজ্য কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
4/8

উত্তরপ্রদেশ- এই রাজ্যে রাত ১১ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নাইট কার্ফু জারি করা হয়েছে। গত একদিনে উত্তরপ্রদেশে ৫৫২ নয়া করোনা সংক্রমণের হদিশ মেবে। অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা বেড়ে হয় ১৭২৫। করোনার বিপদের কথা মাথায় রেখে কেন্দ্র করোনার নয়া নির্দেশিকা পালনের আর্জি জানিয়েছে। প্রকাশ্যস্থানে মাস্ক না পরে যাওয়ায় নিষেধাজ্ঞা বহাল রয়েছে। বিনা অনুমতিতে কোনও অনুষ্ঠান করা যাবে না। জিম, স্পোর্টস স্টেডিয়াম ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে খোলা যাবে। মাস্ক না পরলে দোকানদার ক্রেতাকে কোনও সামগ্রী বিক্রি করতে পারবেন না।
5/8

মহারাষ্ট্র- মহারাষ্ট্রেও বেড়ে চলেছে করোনা আক্রান্তর সংখ্যা। গত একদিনে রাজ্যে প্রায় ১২ হাজার জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিধিনিষেধে রাজ্য সরকার সমস্ত বিয়ের অনুষ্ঠানে ৫০-এর বেশি লোকের উপস্থিত থাকা যাবে না বলে জানিয়েছে। শেষকৃত্য অনুষ্ঠানে থাকবে পারবেন সর্বাধিক ২০ জন। জারি হয়েছে ১৪৪ ধারাও। রাত ৯ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত জারি নাইট কার্ফু। কোভিড-বিধি লঙ্ঘন করলে ৫০০ টাকার জরিমানা করা হবে।
6/8

হরিয়ানা- করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হরিয়ানা সরকারের। রাজ্যের পাঁচ জেলায় ১২ জানুয়ারি পর্যন্ত স্কুল, কলেজ সহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওযা হয়েছে। বিয়ের অনুষ্ঠানে সর্বাধিক ১০০ ও শেষকৃত্যে সর্বাধিক ৫০ জনের উপস্থিত থাকার অনুমতি রয়েছে। এছাড়াও বার ও রেস্তোঁরাগুলিতে ৫০ শতাংশের বেশি ক্রেতা আসতে পারবেন না।
7/8

রাজস্থান- করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নয়া নির্দেশিকা জারি করেছে রাজস্থান সরকার। ৯ জানুয়ারি পর্যন্ত অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলে পঠনপাঠন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি উপস্থিতির অনুমতি নেই। শেষকৃত্য ২০ জনের বেশি থাকতে পারবেন না। রাজ্যে রাত ১১ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত জারি নাইট কার্ফু।
8/8

পশ্চিমবঙ্গেও করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে জারি হয়েছে বিধিনিষেধ। ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারি ও বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী দিয়ে কাজ লবে। রেস্তোঁরা ও বারে সর্বাধিক ৫০ শতাংশ উপস্থিতি থাকতে পারে। বিয়ের অনুষ্ঠানে ৫০ জনের বেশি উপস্থিত থাকতে পারবেন না। সন্ধে সাতটার পর বন্ধ লোকাল ট্রেন। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো।
Published at : 03 Jan 2022 12:47 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
শিক্ষা
শিক্ষা
খবর
Advertisement
ট্রেন্ডিং
