এক্সপ্লোর
Kali Puja 2021: হালতু নন্দীবাগান মিলন সঙ্ঘের কালী পুজোয় এবারের ভাবনা 'সাঁওতাল পরগনা'
শ্যামাপুজোয় 'সাঁওতাল পরগনা'
1/7

হালতু নন্দীবাগান মিলন সঙ্ঘের ৫৭তম শ্যামা পুজোয় এ বারের ভাবনা 'সাঁওতাল পরগনা'।
2/7

ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হয়েছে এ বারের মণ্ডপ।
3/7

মণ্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে বাঁশ, হাঁড়ি, চটা।
4/7

এছাড়া সাঁওতালদের হাতে বানানো চিত্রপট ও পুতুলের ব্যবহার রয়েছে মণ্ডপসজ্জায়। হাঁড়ি, ঝুড়িও ব্যবহৃত হয়েছে।
5/7

একঝলক মণ্ডপ দেখেই মনে হবে ঠিক যেন সাঁওতালদের ঘরেই হচ্ছে আরাধনা। প্রতিমাসজ্জায় ব্যবহৃত সব কিছুই মাটির তৈরি।
6/7

এই বছরের বিশেষ আকর্ষণ, ২২জন সাঁওতাল।
7/7

ধামসা-মাদলের তালে নৃত্য পরিবেশন করে নিজেদের সংস্কৃতিকে তুলে ধরছেন তাঁরা।
Published at : 04 Nov 2021 01:33 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















