এক্সপ্লোর
Puri Mahaprasad : পুরীর মহাপ্রসাদ এবার বিনামূল্যে ? সারা বছর কত কোটি খরচ হবে জানেন?
কথিত আছে দেবী লক্ষ্মী স্বয়ং রান্নার তদারকি করেন। তিনি রান্না করেন বলেই জগন্নাথদেবের মহাপ্রসাদ এত সুস্বাদু।

পুরীর মহাপ্রসাদ এবার বিনামূল্যে
1/8

জগন্নাথদেবের প্রসাদকে বলা হয় মহাপ্রসাদ। আজও বিশেষ বিশেষ দিনে প্রায় এক লক্ষ ও রথযাত্রার সময় প্রায় ১০ লক্ষ লোক মহাপ্রসাদ গ্রহণ করেন।
2/8

এখানে কখনও প্রসাদ উদ্বৃত্ত থাকে না বা কম পড়ে না। জগন্নাথ মন্দিরের রান্নাঘরকে, পৃথিবীর সবচেয়ে বড় রান্নাঘর মনে করা হয়।
3/8

কথিত আছে দেবী লক্ষ্মী স্বয়ং রান্নার তদারকি করেন। তিনি রান্না করেন বলেই জগন্নাথদেবের মহাপ্রসাদ এত সুস্বাদু। তাঁর রান্না খেয়ে প্রভু জগন্নাথ তৃপ্ত হন ও সুস্থ থাকেন।
4/8

প্রভু জগন্নাথের সেবার পর মন্দির থেকে মহাপ্রসাদ ফেরত আনার সময় সারা মন্দির চত্ত্বরে সুগন্ধ ছড়ায়। ভক্তেরা বিশ্বাস করেন প্রসাদে ভগবানের স্পর্শ লাগার কারণেই এই সুগন্ধ।
5/8

এই মহাপ্রসাদ গ্রহণ করতে মন্দিরে বহু মানুষের সমাগম হয়। এই মহাপ্রসাদ নিয়েই এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে ওড়িশা সরকার।
6/8

আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন রবিবার বলেছেন, পুরীর জগন্নাথ মন্দিরে আগত ভক্তরা শীঘ্রই বিনামূল্যে 'মহাপ্রসাদ' পাবেন। কার্তিক মাসের শেষ হলে ভক্তদের উপস্থিতি একটু কমে। তখনই সরকার এই উদ্যোগ শুরু করার পরিকল্পনা করছে।
7/8

প্রশাসন সূত্রে খবর, প্রতিদিন ভক্তদের এই উদ্যোগের জন্য বছরে প্রায় ১৪ থেকে ১৫ কোটি টাকা খরচ হতে পারে। এছাড়াও রাজ্য সরকারের তরফে প্রাচীন এই মন্দিরের কিছু পরিকাঠামো পরিবর্তনের পরিকল্পনা করা হচ্ছে। তাতে দর্শন আরও সহজ হবে বলে সরকারের দাবি।
8/8

আইনমন্ত্রী আরও জানান, শীঘ্রই জগন্নাথ মন্দিরের গুপ্তধন রত্ন ভান্ডার জরিপের রিপোর্ট সরকার পেয়ে যেতে পারে। রত্ন ভান্ডারের অভ্যন্তরে কোনও লুকানো সুড়ঙ্গ আছে কিনা, তা দেখতে গত মাসে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) এবং সিএসআইআর-এনজিআরআই-এর বিজ্ঞানীরা পরীক্ষা করেন।
Published at : 14 Oct 2024 03:45 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
