এক্সপ্লোর
Republic Day 2024: ঠান্ডা আর ঘন কুয়াশার মাঝেই বুটের শব্দ কর্তব্য পথে! তুঙ্গে মহড়া
Kartavya Path: প্রজাতান্ত্রিক দিবসেব প্যারেডের মহড়া তুঙ্গে। ভোর থেকেই চলছে মহড়া।

নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10

হাড় কাঁপানো ঠান্ডা আর ভোরবেলার ঘন কুয়াশা। তার মধ্যেই পুরোদমে চলল ৭৫তম প্রজাতান্ত্রিক দিবসের প্যারেডের মহড়া। সকাল থেকে কর্তব্য পথে চলল মহড়া।
2/10

এই বছর প্রজাতান্ত্রিক দিবসের প্যারেলে প্রতিরক্ষা বাহিনীর দুটি নারী বাহিনী (all-women contingents) অংশগ্রহণ করছে।
3/10

একটি কনটিনজেন্টে থাকছেন ১৪৪ জন সেনাকর্মী, সকলেই নারী। তাঁদের মধ্যে ৬০ জন সেনা থেকে, বাকিরা ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় নৌবাহিনীর কর্মীরা। এএনআই সূত্রের খবর।
4/10

প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিচ্ছে এনসিসি। এনসিসির ২২৭৪ ক্যাডেট যোগ দিচ্ছে এই প্যারেডে।
5/10

বিপুল পরিমাণ মহিলা ক্যাডেট অংশ নিচ্ছেন এবারের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে। প্রায় ১০০০ মহিলা ক্যাডেট ক্যাম্পে যোগ দিচ্ছেন।
6/10

এবার ৭৫তম প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠানে অতিথি হিসেবে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁকর।
7/10

ITBP-এর নারী বাহিনী যোগ দিয়েছে প্রজাতন্ত্র দিবসের মহড়ায়।
8/10

ITBP-এর ব্যান্ডও যোগ দিয়েছিল প্রজাতান্ত্রিক দিবসের মহড়ায়।
9/10

নয়াদিল্লিতে NCC -এর প্রজাতান্ত্রিক দিবসের ক্যাম্পে উপস্থিত হয়েছিলেন ভারতের উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
10/10

আর কয়েকদিন পরেই প্রজাতন্ত্র দিবস। সেই দিনে কর্তব্য পথে প্যারেড দেখার জন্য মুখিয়ে থাকে গোটা দেশ। আর সেই দিনের প্যারেডের জন্য় অনেক আগে থেকেই শুরু হয়ে যায় কঠিন মহড়া।
Published at : 05 Jan 2024 09:02 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
খবর
Advertisement
ট্রেন্ডিং
