আগামিকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রোর। তৈরি হয়ে গিয়েছে স্টেশন, টার্মিনাল, সবকিছুই। মেট্রোর অন্দরমহল কেমন তৈরি হয়েছে? রইল সেই ছবিই
2/10
মেট্রো সূত্রে খবর, পথের দৈর্ঘ্য বাড়লেও, এখনই বাড়ছে না ভাড়া। সপ্তাহের কাজের দিনগুলিতে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়ার মধ্যে আপ-ডাউনে ৭৯ জোড়া ট্রেন চলবে।
3/10
সোমবার চুঁচুড়ার ডানলপ ময়দানের সরকারি মঞ্চ থেকে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
4/10
মঙ্গলবার থেকে দক্ষিণেশ্বর-নিউ গড়িয়া মেট্রো রুটে যাত্রী পরিষেবাও শুরু হয়ে যাবে। নর্থ-সাউথ মেট্রোয় এতদিন পর্যন্ত নিউ গড়িয়া থেকে নোয়াপাড়া পর্যন্ত রেক চলত ৷
5/10
দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায় ৷ শেষ মেট্রো রাত সাড়ে ৯টায় ৷ কাজের দিনে মোট ১৫৮টি মেট্রো চলবে ৷ অফিস টাইমে ৬ মিনিট অন্তর ট্রেন চলবে ৷
6/10
পথ বাড়লেও সর্বোচ্চ ভাড়া বাড়ছে না ৷ দক্ষিণেশ্বর-নিউ গড়িয়া মেট্রোর ভাড়া ২৫ টাকা ৷
7/10
সম্প্রসারণের পর যুক্ত হয়েছে আরও দুটি নতুন স্টেশন। বরাহনগর ও দক্ষিণেশ্বর ৷ নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোপথের দৈর্ঘ্য প্রায় সাড়ে ৪ কিলোমিটার ৷
8/10
দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো পরিষেবার টাইম টেবিলও তৈরি। কলকাতা মেট্রো সূত্রে খবর, দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায় ৷
9/10
সপ্তাহের কাজের দিনগুলোতে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়ার মধ্যে আপ-ডাউনে মোট ১৫৮টি রেক চলবে ৷ ছুটির দিনে সেই সংখ্যাটা হবে ১৫৬ ৷ অফিস টাইমে ৬ মিনিট ছাড়া মিলবে মেট্রো।
10/10
২০১০-১১ অর্থবর্ষে রেলমন্ত্রী থাকাকালীন নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্প ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজ শুরুর সময় জমি নিয়ে জটিলতা দেখা দেয়। শেষ পর্যন্ত সব বাধা কাটিয়ে গড়াতে চলেছে দক্ষিণেশ্বর মেট্রোর চাকা। (সব ছবি ও তথ্য- অরিত্রিক ভট্টাচার্য)