এক্সপ্লোর
Exclusive: জনসেবাই লক্ষ্য, নিজের টোটকে অ্যাম্বুলেন্স বানিয়ে পৌরসভাকে দান করছে কাটোয়ার যুবক

প্রায় লক্ষাধিক টাকা খরচ করে টোটোকে অ্যাম্বুলেন্স বানিয়েছে কাটোয়ার যুবক
1/8

সাধারণ মানুষের জন্য আস্ত একটা টোটোকে রাতারাতি অ্যাম্বুলেন্স বানিয়ে ফেললেন কাটোয়ার যুবক।
2/8

মহামারি আবহে কখনও অ্যাম্বুলেন্সের আকাল তো কখনও আবার অক্সিজেনের অভাব। তারওপর শহরতলির গলি-ঘুপচিতে অ্যাম্বুলেন্স ঢোকানোর সমস্যা। অসুস্থ রোগীকে নিয়ে কার্যত নাভিঃশ্বাস পরিবারের।
3/8

মহামারির দ্বিতীয় ঢেউ যখন চরমে তখন এমন একাধিক সমস্যার মুখে পড়েছিল রাজ্যবাসী, যা আজও অব্যাহত। আর সাধারণের এই সব সমস্যার কথা মাথায় রেখেই নিজের টোটোকে অ্যাম্বুলেন্স বানিয়েছেন কাটোয়ার ডেভিড মিঞা।
4/8

শুধু করোনা নয়। অন্যান্য যে কোনও অসুখেই মিলবে এই অ্যাম্বুলেন্সের পরিষেবা। ডেভিড জানিয়েছে, এই টোটো অ্যাম্বুলেন্সের মধ্যে থাকছে সমস্ত সমস্ত পরিষেবা।
5/8

অক্সিজেন,স্ট্রেচার থেকে শুরু করে রোগীর পরিজনদের বসার জায়গা। সবই রয়েছে এই টোটোয়।
6/8

কেউ অসুস্থ হয়েছেন খবর পেলেই হুটার জ্বালিয়ে টোটো অ্যাম্বুলেন্স ছুটে বেড়াচ্ছে শহরের অলিতে গলিতে।
7/8

ডেভিড জানিয়েছে, অ্যাম্বুলেন্স তৈরিতে খরচ হয়েছে প্রায় লক্ষাধিক টাকা। কাজ সব শেষ। এবার এই অ্যাম্বুলেন্স কাটোয়া পৌরসভার হাতে তুলে দিতে পারলেই স্বস্তির নিঃশ্বাস ফেলবে ডেভিড।
8/8

আর টোটো অ্যাম্বুলেন্স কিছুটা হলেও সাধারণের সমস্যার সমাধান হবে বলেই আশাবাদী ডেভিড। (সব ছবি ও তথ্য: রাণা দাস)
Published at : 24 Jul 2021 08:02 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
