এক্সপ্লোর
Transparent Solar Panels: জানলার কাচ বসালেই বিনামূল্যে বিদ্যুৎ! কার্বনমুক্ত পৃথিবী গড়ে তোলার পথে আরও একধাপ
Solar Power: বাড়ির জানলায় কাচ বসানোর চল রয়েছে গ্রাম থেকে শহরে। কিন্তু সেই কাচই যদি বদলে দেওয়া হয় সৌর প্যানেলে! ছবি: পিক্সাবে।
ছবি: পিক্সাবে।
1/11

জানলায় কাচ বসালে, বিনামূল্যে জুটে যাবে বিদ্যুৎও। এক ঢিলে দুই পাখি মারারই সমান। আজ বললেই হয়ত হাতে এসে যাবে না, কিন্তু আগামী কয়েক বছরের মধ্যেই এই অসম্ভব, সম্ভব হতে পারে। ছবি: পিক্সাবে।
2/11

বাড়ির জানলায় কাচ বসানোর চল রয়েছে গ্রাম থেকে শহরে। কিন্তু সেই কাচই যদি বদলে দেওয়া হয় সৌর প্যানেলে! তবে নীলের উপর সাদার ছক কাটা থাকবে না, জানলার কাচের মতোই পরিষ্কার, স্বচ্ছ হবে সেই সৌর প্যানেল। ছবি: পিক্সাবে।
Published at : 09 Jan 2024 06:44 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
ব্যবসা-বাণিজ্যের
অটো






















