এক্সপ্লোর
Map of Moon: চাঁদের মানচিত্র প্রকাশ করে সাড়া ফেলল চিন, তথ্য জুগিয়ে সাহায্য করল ভারতের চন্দ্রযান-১
Moon Atlas: পারেনি অন্য কেউ, অসাধ্য সাধন করে দেখাল চিন। ছবি: Chinese Academy of Sciences, পিক্সাবে।
ছবি: Chinese Academy of Sciences, পিক্সাবে।
1/10

পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত। তাই মহাকাশ অভিযানে বরাবর গুরুত্ব পেয়ে এসেছে চাঁদ। কিন্তু চাঁদের বুকে মানুষ থেকে একাধিক মহাকাশযান অবতরণ করানো হলেও, উপগ্রহের অনেক দিকই এখনও অজানা রয়েছে। ছবি: পিক্সাবে।
2/10

কিন্তু এবার কার্যত অসাধ্য সাধন করে দেখা চিন। উচ্চ রেজলিউশন সম্পন্ন চাঁদের ভৌগলিক মানচিত্র প্রকাশ করল তারা। প্রায় একদশক ধরে চেষ্টাচরিত্র চালিয়ে এই কাজ সম্পূর্ণ করা গিয়েছে। ছবি: Chinese Academy of Sciences.
Published at : 01 May 2024 09:47 PM (IST)
আরও দেখুন






















