এক্সপ্লোর
Science News: আসমানি গ্রহকে ঘিরে ছিল মায়াবি বলয়, আচমকা মেঘ চুরি গেল নেপচুনের, সূর্যকে দায়ী করছেন বিজ্ঞানীরা
Space Science: সবচেয়ে দূর অবস্থিত গ্রহ। তার পরও নেপচুনের মেঘ চুরি যাওয়ার জন্য দায়ী সূর্য!
ছবি: পিক্সাবে।
1/11

আকাশের দিকে তাকিয়ে মেঘের আনাগোনা দেখতে কার না ভাল লাগে! বিশেষ করে পড়ন্ত বিকেলে, সূর্যাস্তের সময় আকাশে রংয়ের ছটা দেখে ভরে ওঠে মন। শরতের মেঘ নিয়ে আবেগ আরও তীব্র। কিন্তু মহাশূন্যে একটি গ্রহের আকাশ থেকে মেঘ একেবারে গায়েবই হয়ে গেল।
2/11

গত ১৭ অগাস্ট বিষয়টি সামনে এনেছেন বিজ্ঞানীরা। বলা হয়েছে, আমাদের সৌরজগতের বাসিন্দা, তুষারাবৃত, আসমানি নেপচুনের আকাশ থেকে গায়ে হয়ে গিয়েছে মেঘের রাশি।
Published at : 19 Aug 2023 04:00 PM (IST)
আরও দেখুন






















