এক্সপ্লোর
Science News: পার্থক্য বুঝতে পারেন না অনেকেই, বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন কিন্তু একেবারেই আলাদা
Global Warming-Climate Change: সঠিক ধারণা নেই অনেকেরই। কিন্তু দুই বিষয় সম্পূর্ণই আলাদা। ছবি: পিক্সাবে।

ছবি: পিক্সাবে।
1/10

পরিবর্তনশীল পৃথিবী নিয়ে আলোচনায় বার বার বিশ্ব উষ্ণায়ন এবং জসবায়ু পরিবর্তনের প্রসঙ্গ উঠে আসে। কিন্তু দুইয়ের মধ্যে ফারাক অনেক, যা ভুলে যাই আমরা। ছবি: পিক্সাবে।
2/10

যদিও বা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত কিন্তু বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন এক নয়। একটির কারণে অন্যটির সূচনা। ছবি: পিক্সাবে।
3/10

পৃথিবীতে বায়ুর দীর্ঘকালীন গড় তাপমাত্রা বৃদ্ধিকে বোঝাতে বিশ্ব উষ্ণায়ন শব্দটি ব্যবহার করেন বিজ্ঞানীরা। গ্রিন হাউজ গ্যাসের নির্গমন বৃদ্ধি পাওয়াতেই বায়ুর তাপমাত্রার বৃদ্ধি ঘটে। ছবি: পিক্সাবে।
4/10

সূর্যরশ্মি পতিত হলে ভূপৃষ্ঠ গরম হয়ে ওঠে। দিনের বেলা গরমই থাকে ভূপৃষ্ঠ। রাতের দিকে ঠান্ডা হতে শুরু করলে বায়ুমণ্ডলে সেই তাপমাত্রা আবার বিকিরিত হয়। ছবি: পিক্সাবে।
5/10

কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লুরো কার্বনের মতো গ্রিন হাউজ গ্যাস ওই অবলোহিত বিকিরণ শুষে নেয় এবং আবারও তা ভূপৃষ্ঠে ফেরত পাঠায়, যাকে বিজ্ঞানের ভাষায় গ্রিন হাউস এফেক্ট বলা হয়। ছবি: পিক্সাবে।
6/10

বিশ্ব উষ্ণায়নের জন্য বায়ুমণ্ডলের ক্রমবর্ধমান এই গ্রিন হাউজ গ্যাসকেই দায়ী করা হয় মূলত। পৃথিবীর ঘূর্ণন, কক্ষপথে তার অবস্থানও নেপথ্য কারণ। গ্রিন হাউজ গ্যাসের ঘনত্ব যত বেশি হয়, ততই বেশি তাপমাত্রা শুষে নিয়ে আবার ফেরত পাঠায়। ছবি: পিক্সাবে।
7/10

সেই নিরিখে জলবায়ু পরিবর্তন কিছুটা আলাদা। নির্দিষ্ট জায়গায় বায়ুমণ্ডলের দীর্ঘকালীন অবস্থাকে জলবায়ু বলা হয়। সাধারণত ৩০ বছরের সময়সীমাকে মাপকাঠি ধরা হয় এক্ষেত্রে। বায়ুমণ্ডলের গড় অবস্থার দীর্ঘকালীন পরিবর্তনকে বলা হয় জলবায়ু পরিবর্তন। ছবি: পিক্সাবে।
8/10

গ্রিন হাউজ গ্যাসের নির্গমন ঘটিয়ে মানবজাতিই জলবায়ু পরিবর্তনের গতি বাড়িয়ে দিচ্ছে। বায়ুমণ্ডলের ওঠাপড়ার জেরেও জলবায়ুর পরিবর্তন ঘটতে পারে।ভৌগলিক, রাসায়নিক, জৈবিক এবং ভূতাত্ত্বিক উপাদানের ক্রিয়া-বিক্রিয়ার ফলে এমনটি ঘটে। ছবি: পিক্সাবে।
9/10

বিশ্ব উষ্ণায়নের নেপথ্যে দূষণের ভূমিকাও রয়েছে, যার ফলে সমুদ্রের জলস্তরের বৃদ্ধি ঘটে, গলে যায় হিমবাহ। দীর্ঘদিন এমন চলতে চলতে পরিবর্তন আসে আবহাওয়াতেও। বর্ষার সময় বদলে যায়, তাপমাত্রার ওঠাপড়া লেগে থাকে। ছবি: পিক্সাবে।
10/10

দীর্ঘদিন এমন চলতে থাকলে, জলবায়ুর উপর তার যে পরিবর্তন ঘটে, পৃথিবীর গড় তাপমাত্রার যে পরিবর্তন ঘটে, তাকে বলা হয় জলবায়ু পরিবর্তন। অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের জেরেই জলবায়ুর পরিবর্তন ঘটে। ছবি: পিক্সাবে।
Published at : 21 Feb 2024 11:35 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
