এক্সপ্লোর
Science News: অশান্ত উপগ্রহের সঙ্গে একফ্রেমে বৃহস্পতি, ধরা পড়ল NASA-র ক্যামেরায়
Jupiter and Io: একফ্রেমে সৌরজগতের বৃহত্তম গ্রহ এবং উপগ্রহ। অসাধ্য সাধন করল NASA-র মহাকাশযান।
ছবি: নাসা।
1/10

সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহের উপগ্রহ। পাশাপাশি কখনও দেখা যায়নি তাদের। কিন্তু বিরল সেই মুহূর্ত এবার হাতের নাগালে। বৃহস্পতি এবং তার উপগ্রহ Io-কে ধরা গেল একফ্রেমে।
2/10

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র Juno মহাকাশযান এই অসাধ্য সাধন করেছে। ৩১ জুলাই ৫৩তম বার বৃহস্পতির পাশ দিয়ে উড়ে যাচ্ছিল Juno. সেই সময়ই ক্যামেরা তাক করে বৃহস্পতি এবং তার উপগ্রহ Io-কে একফ্রেমে বন্দি করা গিয়েছে।
Published at : 13 Sep 2023 06:13 PM (IST)
আরও দেখুন


















