এক্সপ্লোর
Science News: অশান্ত উপগ্রহের সঙ্গে একফ্রেমে বৃহস্পতি, ধরা পড়ল NASA-র ক্যামেরায়
Jupiter and Io: একফ্রেমে সৌরজগতের বৃহত্তম গ্রহ এবং উপগ্রহ। অসাধ্য সাধন করল NASA-র মহাকাশযান।
![Jupiter and Io: একফ্রেমে সৌরজগতের বৃহত্তম গ্রহ এবং উপগ্রহ। অসাধ্য সাধন করল NASA-র মহাকাশযান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/13/8b4b65b3606efa385b3c4c52977c7f7d1694591385516338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি: নাসা।
1/10
![সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহের উপগ্রহ। পাশাপাশি কখনও দেখা যায়নি তাদের। কিন্তু বিরল সেই মুহূর্ত এবার হাতের নাগালে। বৃহস্পতি এবং তার উপগ্রহ Io-কে ধরা গেল একফ্রেমে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/13/62bf1edb36141f114521ec4bb4175579f13c2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহের উপগ্রহ। পাশাপাশি কখনও দেখা যায়নি তাদের। কিন্তু বিরল সেই মুহূর্ত এবার হাতের নাগালে। বৃহস্পতি এবং তার উপগ্রহ Io-কে ধরা গেল একফ্রেমে।
2/10
![আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র Juno মহাকাশযান এই অসাধ্য সাধন করেছে। ৩১ জুলাই ৫৩তম বার বৃহস্পতির পাশ দিয়ে উড়ে যাচ্ছিল Juno. সেই সময়ই ক্যামেরা তাক করে বৃহস্পতি এবং তার উপগ্রহ Io-কে একফ্রেমে বন্দি করা গিয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/13/ca538c343179bf0fbdfab6cd10469afd822ab.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র Juno মহাকাশযান এই অসাধ্য সাধন করেছে। ৩১ জুলাই ৫৩তম বার বৃহস্পতির পাশ দিয়ে উড়ে যাচ্ছিল Juno. সেই সময়ই ক্যামেরা তাক করে বৃহস্পতি এবং তার উপগ্রহ Io-কে একফ্রেমে বন্দি করা গিয়েছে।
3/10
![বৃহস্পতির উপগ্রহ Io-কে নিয়ে কৌতূহলের শেষ নেই। এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে, সেই অনুযায়ী Io সৌরজগতের সবচেয়ে অগ্ন্যুৎপাত সক্রিয় অংশ। Io-র বুকে কয়েকশো আগ্নেয় গিরি রয়েছে এবং প্রতি নিয়ত সেগুলি থেক অগ্ন্যুৎপাত ঘটে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/13/db3a17f7bcac837ecc1fe2bc630a547382546.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বৃহস্পতির উপগ্রহ Io-কে নিয়ে কৌতূহলের শেষ নেই। এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে, সেই অনুযায়ী Io সৌরজগতের সবচেয়ে অগ্ন্যুৎপাত সক্রিয় অংশ। Io-র বুকে কয়েকশো আগ্নেয় গিরি রয়েছে এবং প্রতি নিয়ত সেগুলি থেক অগ্ন্যুৎপাত ঘটে।
4/10
![বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রতিনিত অগ্ন্যুপাতের ফলে Io-র ভূমি লাভায় ঢাকা। সালফার এবং গ্যাসে ঢাকা এর বায়ুমণ্ডল। ২০০৭ সালে Io-কে নিয়ে বিশদ গবেষণা হয়। একবার ফের তাকে নিয়ে কৌতূহল দেখা দিয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/13/a269962fe1424e1ca3e68c328b9fed61d1746.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রতিনিত অগ্ন্যুপাতের ফলে Io-র ভূমি লাভায় ঢাকা। সালফার এবং গ্যাসে ঢাকা এর বায়ুমণ্ডল। ২০০৭ সালে Io-কে নিয়ে বিশদ গবেষণা হয়। একবার ফের তাকে নিয়ে কৌতূহল দেখা দিয়েছে।
5/10
![আপাতত Io-কে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে NASA- মহাকাশযান Juno. আরও কাছ থেকে Io-র ছবি তোলার পাশাপাশি, বৃহস্পতির উপগ্রহ সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহে তৎপর হয়েছে Juno. ২০২৩ সালের শেষ এবং ২০২৪ সালের গোড়ার দিকে Io-র আরও কাছাকাছি পৌঁছে যাবে মহাকাশযানটি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/13/e89666feb714ab9c3946f28f00c5d8c47cbdd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আপাতত Io-কে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে NASA- মহাকাশযান Juno. আরও কাছ থেকে Io-র ছবি তোলার পাশাপাশি, বৃহস্পতির উপগ্রহ সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহে তৎপর হয়েছে Juno. ২০২৩ সালের শেষ এবং ২০২৪ সালের গোড়ার দিকে Io-র আরও কাছাকাছি পৌঁছে যাবে মহাকাশযানটি।
6/10
![NASA জানিয়েছে, যেদিন বৃহস্পতি এবং Io-কে একফ্রেমে ধরে Juno, সেদিন Io থেকে Juno-র দূরত্ব ছিল ৫১ হাজার ৭৭০ কিলোমিটার। জুপিটার থেকে ৩ লক্ষ ৯৫ হাজার কিলোমিটার উপরে ছিল Juno.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/13/8df7b73a7820f4aef47864f2a6c5fccf288b6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
NASA জানিয়েছে, যেদিন বৃহস্পতি এবং Io-কে একফ্রেমে ধরে Juno, সেদিন Io থেকে Juno-র দূরত্ব ছিল ৫১ হাজার ৭৭০ কিলোমিটার। জুপিটার থেকে ৩ লক্ষ ৯৫ হাজার কিলোমিটার উপরে ছিল Juno.
7/10
![Juno-র পাঠানো ওই ছবি ঘষামাজা করেন বিজ্ঞানী অ্যালেন মিরঁ ভেলাজকোয়েজ। শার্পনেস বাড়ানোর পাশাপাশি, রংয়ের প্রলেপ দেন। তার পর সেটি প্রকাশ করা হয়, যাতে সবকিছু স্পষ্ট দেখতে পান পৃথিবীবাসী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/13/9414a8f5b810972c3c9a0e2860c075325b35f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
Juno-র পাঠানো ওই ছবি ঘষামাজা করেন বিজ্ঞানী অ্যালেন মিরঁ ভেলাজকোয়েজ। শার্পনেস বাড়ানোর পাশাপাশি, রংয়ের প্রলেপ দেন। তার পর সেটি প্রকাশ করা হয়, যাতে সবকিছু স্পষ্ট দেখতে পান পৃথিবীবাসী।
8/10
![তবে চাইলে Juno-র তোলা ছবি সরাসরিও দেখতে পারেন পৃথিবীবাসী। তার জন্য https://missionjuno.swri.edu/junocam/processing ওয়েবসাইটে যেতে হবে। Juno সম্পর্কে বিশদ তথ্য পাওয়া যাবে https://www.nasa.gov/mission_pages/juno/main/index.html ওয়েবসাইটে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/13/edab7ba7e203cd7576d1200465194ea816a1f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে চাইলে Juno-র তোলা ছবি সরাসরিও দেখতে পারেন পৃথিবীবাসী। তার জন্য https://missionjuno.swri.edu/junocam/processing ওয়েবসাইটে যেতে হবে। Juno সম্পর্কে বিশদ তথ্য পাওয়া যাবে https://www.nasa.gov/mission_pages/juno/main/index.html ওয়েবসাইটে।
9/10
![বৃহস্পতির তৃতীয় বৃহত্তম গ্যালিলিয়ান উপগ্রহ Io. বিজ্ঞানী গ্যালিলিও টেলিস্কোপের মাধ্যমে বৃহস্পতির যে চারটি উপগ্রহ আবিষ্কার করেন, Io তার মধ্যে অন্যতম।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/13/85b6f89b41cae26786ac72365fff771b7d5e5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বৃহস্পতির তৃতীয় বৃহত্তম গ্যালিলিয়ান উপগ্রহ Io. বিজ্ঞানী গ্যালিলিও টেলিস্কোপের মাধ্যমে বৃহস্পতির যে চারটি উপগ্রহ আবিষ্কার করেন, Io তার মধ্যে অন্যতম।
10/10
![সৌরজগতের সবচেয়ে অগ্ন্যুৎপাত সক্রিয় অংশ এই Io. রোজ যে অগ্ন্যুৎপাত ঘটে সেখানে, তা বৃহস্পতি এবং তার উপগ্রহের মধ্যেকার মাধ্যাকারষ্ণ শক্তির দড়ি টানাটানির জন্যই ঘটে বলে মত বিজ্ঞানীদের। বৃহস্পতি এবং তার উপগ্রহহের পর্যবেক্ষণ করচে ২০১১ সালের ৫ অগাস্ট Juno-র উৎক্ষেপণ হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/13/64b8299d1597b8a5c7b9cb9c88642f6cf3684.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সৌরজগতের সবচেয়ে অগ্ন্যুৎপাত সক্রিয় অংশ এই Io. রোজ যে অগ্ন্যুৎপাত ঘটে সেখানে, তা বৃহস্পতি এবং তার উপগ্রহের মধ্যেকার মাধ্যাকারষ্ণ শক্তির দড়ি টানাটানির জন্যই ঘটে বলে মত বিজ্ঞানীদের। বৃহস্পতি এবং তার উপগ্রহহের পর্যবেক্ষণ করচে ২০১১ সালের ৫ অগাস্ট Juno-র উৎক্ষেপণ হয়।
Published at : 13 Sep 2023 06:13 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
অফবিট
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)